এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভয় পেয়েছে শুভেন্দু, টুইটারে প্রচার শুরু তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতিতে জাঁকিয়ে বসেছে তৃণমূল(TMC) বনাম অধিকারী যুদ্ধ। শ্লোগানে শ্লোগানে, আইন-আদালতে, মাঠে ময়দানে চলছে যুদ্ধ। সেই যুদ্ধই এবার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) আক্রমণ শানিয়ে নয়া প্রচার শুরু করে দিল জোড়াফুল, থুড়ি তৃণমূল। টুইটারে(Twitter) #BhoyPeyecheSuvendu ট্যাগের প্রচার শুরু করে দিল বাংলার শাসক দল। ইতিমধ্যেই এই ট্রেন্ডিং(Trending) দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। প্রায় ৩৮ হাজার টুইটে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যার জেরে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের এই প্রচার এখন জাতীয় রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তবে তারই মধ্যে শুভেন্দুকে ঘিরে বঙ্গ বিজেপির(BJP) অন্দরে নয়া সংশয় ও ক্ষোভও তৈরি হয়েছে। কী সেই সংশয় ও ক্ষোভ?

আরও পড়ুন শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বীরবাহা হাঁসদা

বঙ্গ বিজেপির একাংশের দাবি, যারা মূলত দলের আদি কর্মী ও নেতা, তাঁদের দাবি, শুভেন্দুর বিজেপিতে আসা ও বাংলায় দলের মুখ হয়ে বসা সবটাই তৃণমূলের চক্রান্ত। তৃণমূল থেকেই শুভেন্দুকে বিজেপিতে পাঠানো হয়েছে বঙ্গ বিজেপিকে ছত্রভঙ্গ করে দিতে। বাংলার বুকে পুরো দলটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে। সেই সঙ্গে দলের সর্বত্র নিজের লোকদের বসিয়ে বিজেপির আদি নেতা ও কর্মীদের সাইড লাইনে পাঠিয়ে দিতে। এই আদি বিজেপি কর্মী ও নেতাদের দাবি, শুভেন্দু বিজেপিতে আসার পর থেকেই দল ধারাবাহিক ভাবে সব নির্বাচনে হারছে। জায়গায় জায়গায় জামানতও জব্দ হয়ে যাচ্ছে। বিজেপির নিজের ভোট ব্যাঙ্কও হাতছাড়া হয়ে যাচ্ছে। আর প্রতিটি ক্ষেত্রে লাভ হচ্ছে তৃণমূলের। বিজেপি ডুবছে আর ঘুরে দাঁড়াচ্ছে বাম ও কংগ্রেস। অথচ সে সব নিয়ে না শুভেন্দু ভাবছেন বা কিছু করছেন না দলের শীর্ষ নেতারা কিছু করছেন। যেদিন বাংলার বুকে বিজেপি পুরো শেষ হয়ে যাবে সেদিন শুভেন্দুই আবার হাসতে হাসতে তৃণমূলে ফিরে যাবেন, অন্তত এমনটাই দাবি বঙ্গ বিজেপির বসে যাওয়া নেতা থেকে কর্মীদের।

আরও পড়ুন অভিষেকের চ্যালেঞ্জে চাপে বঙ্গ বিজেপি, নজরে বিধায়ক-সাংসদরা

এখন তাহলে প্রশ্ন উঠছে শুভেন্দু নিত্যদিন যে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্ধ্যোপাধ্যায় মায় তাঁদের পরিবার ও দলের অনান্য নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে, সেটা তাহলে কী? এই প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধদের দাবি, সবটাই Eyewash বা চোখে ধুলো দেওয়ার একটা প্রক্রিয়া। ঠিক যেভাবে মুকুল রায় তৃণমূল থেকে এসে বঙ্গ বিজেপিকে ঘেঁটেঘুঁটে দিয়ে ফের চলে গিয়েছেন, শুভেন্দুও সেই পথে হাঁটবেন। আজ না হোক কাল। মুকুল এসেছিলেন ২০১৮ সালের আগে, গিয়েছেন ২০২১ সালে। শুভেন্দু এসেছেন ২০২০ সালে, যাবেন ২০২৪ সালে বাংলার বুকে বিজেপি শেষ হয়ে গেলে, দাবি বঙ্গ বিজেপির আদি বিক্ষুব্ধ নেতা থেকে কর্মীদের। এই সব বিক্ষুব্ধ নেতা থেকে কর্মীরা এখন বঙ্গ বিজেপিতে কার্যত ব্রাত্য হয়ে গিয়েছেন। তাঁদের আক্ষেপ তাঁদের চোখের সামনে চেয়ে চেয়ে দেখতে হচ্ছে বাংলার বুকে দলের অন্তর্জলি যাত্রা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর