এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রবীন্দ্র ভারতীর উপাচার্যের, কারণ কী?

নিজস্ব প্রতিনিধি: দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। উপাচার্যের দাবি, বারবার তাঁকে ঘিরে কোনও সঙ্গত কারণ ছাড়া বিক্ষোভ দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এবং বেশকিছু শিক্ষাকর্মী। আর তার জেরে কাজ করতে সমস্যা হচ্ছে বলে দাবি তাঁর। সেই কারণে তিনি উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

গত ১০ জুন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। এরপর গত ১৮ জুলাইও একই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। বিক্ষোভে জেরবার হয়ে দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, ‘গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী উপাচার্যের দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন কোনও সঙ্গত কারণ ছাড়া।’

তিনি আরও জানান, ১৮ জুলাই শেষবার বিশ্ববিদ্যালয়ে যান। ওইদিন বেশকিছু পড়ুয়া লাইব্রেরিতে বই নেই বলে অভিযোগ জানান। এরপর উপাচার্য ওই পড়ুয়াদের জানান লাইব্রেরিতে বই রয়েছে, যদি কোনও নির্দিষ্ট বইয়ের প্রয়োজন হয় তাহলে লিখিতভাবে তা জানাতে। লিখিতভাবে বইয়ের তালিকা দিলে আর্থিক সঙ্কট থাকলেও বইয়ের ব্যবস্থা করবেন বলে জানান তিনি। উপাচার্যের দাবি, এরপর লিখিতভাবে তারা কিছু জানাননি। ওই বিক্ষোভকারীরা আবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন আসেননি তা জানতে চান উপাচার্যের কাছে। তার জবাবে উপাচার্য জানান, রেজিস্ট্রার ছুটিতে আছেন। এরপর তারা রেজিস্ট্রার ছুটির দরখাস্ত দিয়েছেন কিনা তারা জানতে চায়। এরপর তারা রেজিস্ট্রারের ছুটির দরখাস্ত দেখতে চাইলে উপাচার্য তা দেখাতে অস্বীকার করেন। এরপর ওই পড়ুয়ারা উপাচার্যকে পালটা প্রশ্ন করেন, আপনি কি আমাদের ছাত্র বলে মনে করেন না? এদিনের পর থেকে তিনি আর বিশ্ববিদ্যালয়ে যাননি বলে জানান তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও বিষয়টি জানিয়েছেন বলে জানান সব্যসাচী বসু রায়চৌধুরী।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো পড়ুয়ারা বাম এবং সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এই দুই সংগঠন। তাদের পালটা দাবি, শাসকদল তৃণমূল কংগ্রেসের অনুগত পড়ুয়ারা উপাচার্যকে ঘিরে এই বিক্ষোভ দেখিয়েছে। উল্লেখ্য গত ১০ বছর ধরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সব্যসাচী বসু রায়চৌধুরী। গত ১৮ জুলাই ওই বিক্ষোভের ঘটনার পর টানা ১৭ দিন টানা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না বলে দাবি তাঁর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর