এই মুহূর্তে




সেমি সেমিকন্ডাক্টর কারাখানার জন্য জমি দিতে প্রস্তুত রাজ্য, বিনিয়োগ হবে ৬০ হাজার কোটি

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরের জমি আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দল থেকে ক্ষমতায় এসে শাসক হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু সিঙ্গুরের টাটা বিদায়ের পর থেকেই মমতা ও তৃণমূলের গায়ে লেগে গিয়েছে ‘শিল্প বিরোধী’ তকমাও। বিরোধীরা নানা সময়ে সেই নিয়ে খোঁচা দিতেও ছাড়ে না। কিন্তু এবার সেই তকমা মুছে যেতে চলেছে Global Foundries’র ‘সেমিকন্ডাক্টর কারখানা’র দৌলতে। গতকালই সামনে এসেছে কলকাতার(Kolkata) বুকে ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরির বিষয়ে একমত হয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সেই সুবাদেই কলকাতার বুকে প্রায় ৬০ হাজার কোটি টাকা প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের(FDI) দরজা খুলে যেতে চলেছে। আর এই কারখানার জন্য যে জমির প্রয়োজন হবে সেই জমি Global Foundries’র হাতে তুলে দিতেও প্রস্তুত থাকছে রাজ্য সরকার। ৪০ একর জমি এই প্রকল্পের জন্য প্রয়োজন হতে পারে মনে করে রাজ্য সরকার রাজারহাটের পাশাপাশি নৈহাটির Electronics Manufacturing Cluster-এ সেই জায়গা রেখে দিচ্ছে।

আরও পড়ুন, পশ্চিম মেদিনীপুরের বুকে ৪টি নতুন Industrial Park গড়ার পথে রাজ্য সরকার

‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরি হলে কলকাতা বা বাংলা কোথায় লাভবান হবে? প্রথম লাভ হবে এটাই যে, বিশ্বের চিপ উৎপাদন মানচিত্রে পাকাপাকি জায়গা করে নেবে কলকাতা তথা বাংলা। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বের দরবারেও Global Competence Center হিসাবে উঠে আসবে এই শহর ও রাজ্য। দ্বিতীয় লাভ, অবশ্যই কয়েক হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, Global Foundries যে কারখানা এখানে করতে চাইছে তা আদতে Semiconductor Fabrication Plant যা বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান করতে পারে এবং তার ওপর ভর দিয়ে বেশ কিছু অনুসারী শিল্পও গড়ে উঠতে পারে। ঠিক যেমনটি সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার ক্ষেত্রে ধরা হয়েছিল। তৃতীয় লাভ, একলপ্তে ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে এই প্রকল্পের হাত ধরে। সবটাই প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ, যা বাংলার বুকে এখন ভীষণ ভীষণ প্রয়োজন ছিল। এর ফলে বিশ্বমঞ্চে বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হবে। চতুর্থত, Semiconductor Fabrication Plant গড়ে তোলার প্রস্তাব রাখাই হচ্ছে জাতীয় সুরক্ষা, পরবর্তী প্রজন্মের টেলিকমিউনিকেশন ও গ্রিন এনার্জির বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। সেক্ষেত্রে সেখানে জোর দেওয়া হবে Advanced Sensing, Communication আর Power Electronics’র ওপর যা কলকাতা ও বাংলার বুকে তথ্যপ্রযুক্তিগত ক্ষেত্রে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দরজা খুলে দেবে। 

আরও পড়ুন, Miss Universe India 2024’র তকমা জিতে নিলেন রিয়া সিংহ

রাজারহাট বা নৈহাটি যেখানেই এই Semiconductor Fabrication Plant গড়ে উঠুক না কেন তা যেমন কেন্দ্র সরকারের India Semiconductor Mission’র সহায়তা পাবে তেমনি পাবে ThirdiTech ও US Space Force’র সহায়তাও। যা মহাকাশ গবেষণার ক্ষেত্রেও কলকাতার বুকে নতুন জমি তৈরি করে দেবে। নবান্নের আধিকারিকেরা কার্যত একবাক্যে স্বীকার করছেন যে, বাংলায় এ রকম প্রেস্টিজিয়াস প্রকল্প গড়ার সম্ভাবনা আগে কখনও তৈরি হয়নি। Tesla, NASA-র মতো সংস্থার জন্য চিপ উৎপাদন করে Global Foundries। এখন সমস্ত ধরনের ইলেকট্রনিক্স পণ্য থেকে Electric Vehicles, সর্বত্রই চিপের ব্যবহার বাড়ছে। তবে ঘটনা হচ্ছে, কলকাতার বুকে এই বিনিয়োগ এমনি এমনি আসছে না। এই বিনিয়োগ যাতে আসে তার জন্য বছর ২ আগে থেকেই সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কী সেই ঘটনা?

আরও পড়ুন, জহরের ছেড়ে যাওয়া আসনে দলের একনিষ্ঠ কর্মীকেই আনতে চান মমতা-অভিষেক

জানা গিয়েছে, ভুবনেশ্বরে KIIT-তে Cyber ​​Security সহায়তা দিতে ডাক পড়েছিল এ রাজ্যের সরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা Webel’র। সেখানেই Global Foundries’র আধিকারিকদের সঙ্গে পরিচিতি হয় Webel’র আধিকারিকদের। সেই সূত্রেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে অংশ নেন Global Foundries’র প্রতিনিধিরা। তারপর থেকে একাধিকবার কলকাতা ঘুরে গিয়েছেন Global Foundries’র প্রতিনিধিরা। মাস তিনেক আগে Global Foundries ইঙ্গিত দিয়েছিল, কলকাতা তাদের খুবই পছন্দ হয়েছে এবং তারা এখানে অফিস খুলতে চায়, কারখানা গড়তে চায়। চিপের ডিজাইন থেকে শুরু করে ফাব্রিকেশন ও প্যাকেজিং— সবটাই হবে। সম্প্রতি তারা কলকাতার চিপ ডিজাইনিং সংস্থা টেগোর টেক-কে অধিগ্রহণও করেছে। শুধু তাই নয়, কয়েক মাস আগে ওই মার্কিন বহুজাতিক সংস্থার তরফে রাজ্য সরকারকে জানানো হয় যে, তারা Chip Fabrication Lab তৈরির জন্য একটি মউ করতে আগ্রহী। সম্ভবত সেই মউ সাক্ষরিত হতে চলেছে আগামী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকি‍ৎসকদের পিছনে রাজনৈতিক ইন্ধন খোলসা ধর্মতলায় ‘দ্রোহের কার্নিভালে’

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

Interceptor Bear 650 : নতুন অবতারে বাজার মাতাতে আসছে এই দুর্দান্ত বাইক

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর