নিজস্ব প্রতিনিধিঃ বর্ষাকালে বিভিন্ন সমস্যার মত একটি বড় সমস্যা হল বিভিন্ন জিনিসে ছত্রাক তৈরি হওয়া। ছত্রাকের সমস্যায় জেরবার হয়ে আমরা অনেক সময়ই বুঝে পাইনা ঠিক কীভাবে জিনিসের যত্ন নেব? বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কাঠের আসবাবসহ চামড়ার বিভিন্ন জিনিসে এই সমস্যা ভীষণভাবে দেখা যায়। জেনে নিন কি এর প্রতিকার জেনে নিন।
স্যাঁতস্যাঁতে জায়গা বা ঘরের যে জায়গায় কাঠের আসবাবে জল লেগে যাওয়ার সমস্যা আছে সেই জায়গা থেকে দূরেই আসবাব রাখার চেষ্টা করুন।

বর্ষার আগে কাঠের আসবাবগুলিতে বার্নিশ করিয়ে নিতে পারেন। এছাড়াও বছরের অন্তত দুবার করে বার্নিশ করাতে পারলে কাঠের জিনিস ভালো থাকবে।
বর্ষাকালে কাঠের আসবাব, দরজা, জানলা আঁটসাঁট হয়ে যাবার মত সমস্যা আমরা প্রায়ই সম্মুখীন হই। এই ধরনের সমস্যা ঠেকাতে বাজারে একধরনের স্প্রে ব্যবহার করতে পারেন।
আসবাবগুলিতে বর্ষাকালে ধুলো জমতে দেওয়া যাবে না। শুধু তাই নয় কাঠের আসবাব পরিস্কার করার ক্ষেত্রে ভিজে কাপড় একেবারেই চলবে না। এতেও ছত্রাক জন্মানোর মত সমস্যা বাড়ে।