এই মুহূর্তে




জেনে নিন তামান্নার সামার বিউটি সিক্রেট

নিজস্ব প্রতিনিধিঃ গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে ত্বকের আলাদা পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ শীতকালে যেমন ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় অতিরিক্ত ঠান্ডার কারণে তেমনই গরমকালে অতিরিক্ত ঘাম অযত্নে ত্বক ভেতর থেকে আর্দ্রতা হারিয়ে ফেলে। সাধারণ মানুষ তো বটেই তাঁর থেকেও কয়েকগুণ বেশি তারকারা তাঁদের ত্বকের বাড়তি যত্ন নেন এই গরমে নিজেদের ত্বকতে সতেজ রাখার জন্য।

আর সত্যি বলতে তারকাদের রূপচর্চার সিক্রেট জানার কৌতূহল প্রায় প্রত্যেকেরই রয়েছে। আজ জানাবো তামান্না ভাটিয়ার বিউটি সেক্রেটস ও স্কিন কেয়ার রুটিন। তামান্না নিজেই ভাগ করে নিয়েছেন তাঁর সুন্দর ত্বকের রহস্য। কী সেই রহস্য তা তিনি জানিয়েছেন।

তাঁর স্কিন কেয়ার রুটিন ভাগ করার মাধ্যমে প্রত্যেক ঋতুর সাথে সাথে তার ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি পাল্টায়। যেহেতু তাঁর ত্বকে বেশ শুষ্কতা রয়েছে তাই গরমে তার আলাদা যত্ন নেন তামান্না। তার সঙ্গে সে এও জানিয়েছে যে প্রথমেই এইরকম ত্বকের অবস্থা হলে তা পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। তারপর ময়শ্চারাইজ করাও জরুরি।

নজর দিতে হবে মেকআপ রিমুভ করার সময়ও। মেকআপ তোলার সময় অবশ্যই ক্লিনজার অথবা নারকেল তেল দিয়ে মেকআপ তোলার কথা বলেছেন তিনি। ত্বকে বেশি ঘষাঘষি করা কখনই উচিত নয়। এতে ত্বক জ্বালা তো করেই এবং অনেক সময় ভেতর থেকে ত্বককে আলগাও হয়ে যায়।

শুধু তাই নয় ত্বকের পাশাপাশি বিমানবন্দরের ফ্যাশন নিয়েও তিনি আলোচনা করেছেন। তাঁর মতে, যেহেতু আমরা সকলেই জানি তারকাদের বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরা বন্দী হওয়া একটি খুব সাধারণ ঘটনা তাই সে ক্ষেত্রে ফ্যাশন সেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিমানবন্দরের জন্য এতটা চাপ নিই না বরং তা উপভোগ করি। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখে মেচেতার দাগ নিয়ে চিন্তায় জেরবার, রইল ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান

 খালিপেটে এক কোয়া রসুন খেয়েই করুন উচ্চ রক্তচাপ-কোলেস্টেরলের মতো একাধিক সমস্যার সমাধান

শীতকালের সব্জির মধ্যে গুরুত্বপূর্ণ বাঁধাকপি, এটি শরীরের জন্য কতটা ভালো?

বাড়িতে ঘন ঘন সমস্যা? হতে পারে আপনার জমিতে বাস্তু দোষ রয়েছে, জেনে নিন প্রতিকার

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

বাজারে নকলের রমরমা, রইল শীতের খাঁটি নলেন গুড় চেনার ৫ উপায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ