28ºc, Haze
Saturday, 2nd July, 2022 8:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একটা নয়, দুটো নয়, ঘরে তিন-তিনটে কুলাঙ্গার। বাবা চেয়েছিলেন অন্যান্য ছেলে-মেয়েদের মতো তার তিন ছেলে লেখাপড়া শিখুক। কিন্তু গাধাকে পিটিয়ে যে ঘোড়া করা যায় না, সেটা আরও একবার প্রমাণিত হল। তিন ছেলের একজনকেও মানুষ করতে পারেনি। তাই, রাগে-দুঃখে তিনি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১১ জুন বেলা ১১টায় প্রবেশিকা পরীক্ষা। কে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তিনি কী বলছেন, এবার সেটা তুলে ধরা যাক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেলায়েত শেখ। বয়স ৫৫ বছর। সন্তানদের ওপর দুঃখ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি যা বলেছেন, তাতে স্পষ্ট অভিমানেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেলায়েত শেখ জানিয়েছেন, ছেলেদের থেকে অনেক প্রত্যাশা ছিল। তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই, নিজেই এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি এটাও বলেছেন, শিক্ষার কোনও শেষ নেই। মানুষ চাইলে যে কোনও বয়সে পড়াশোনা করতে পারে। তার জন্য দরকার মনের ইচ্ছা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কারণ জানাতে গিয়ে বেলায়েত শেখ আরও বলেন ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি পরীক্ষা দিতে পারেননি। ২০১৭ সালে ফের নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। ২০১৯ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসা ৪.৪৩ ও ২০২১ সালে মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪.৫৮ নিয়ে এইইচএসসি পাস করেন।
আরও পড়ুন অগোছালো বউ, ক্ষোভে আত্মঘাতী স্বামী