21ºc, Haze
Wednesday, 1st February, 2023 10:24 pm
আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল ম্যাচে খেলোয়াড়কে সতর্ক করতে রেফারি প্রথমে দেখান হলুদ কার্ড। তারপরেও সেই খেলোয়াড়া বদমায়েশি বন্ধ না করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। ১৯৭০- থেকে সেটাই হয়ে এসেছে। এই দুই রকম কার্ড শুধু আন্তর্জাতিক ফুটবল ম্যাচে নয়, ঘরোয়া ফুটবল ম্যাচেও রেফারির পকেটে থাকা দুটি কার্ড। আর থাকে পেন্সিল ও নোট বই। কে কতবার হলুদ কার্ড দেখেছে, সেটা তিনি নোট বইয়ে টুকে রাখেন। তাই বলে সাদা কার্ড। শুনতে অবাক লাগলেও এমনই হয়েছে একটি ফুটবলম্যাচে।
এমন বিরল ঘটনার সাক্ষী পর্তুগাল। খেলা ছিল লিসবন স্পোর্টিং এবং বেনফিকা। দুটিই মহিলা দল। আর টুর্নামেন্টের নাম টাসা দে পর্তুগাল কাপ। খেলা ছিল শনিবার, প্রথমঅর্ধে খেলা শেষ হওয়ার খানিক আগে বিশ্রীরকম ট্যাকেলে এক খেলোয়াড় গুরুতর চোট পান। চোট এতটাই মারাত্মক যে খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। গুরুতর চোট পাওয়া খেলোয়াড়কে মাঠের বাইরে বের করে নিতে হয়। যে ট্যাকেল করেছে, তাকে হলুদ কার্ড বা লাল কার্ড না দেখিয়ে পকেট থেকে সাদা কার্ড বের করে দেখান। বুঝিয়ে দেন, তিনি চাইছেন ফেয়ার প্লে।
যারা খেলা দেখছিলেন, তারা রেফারি ওই ভূমিকা দেখে ঘাবড়ে যান। অনেকে আবার কটু কাটব্য করেছেন। কেউ বলছেন, সাদা কার্ড দেখানো আর না দেখানো একই ব্যাপার। রেফারি যে কী চাইছে সেটা বোঝাই দায়।
আরও পড়ুন কড়া রেফারিকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দিল ফিফা