এই মুহূর্তে




নতুন শিল্পীর হাতের ছোঁয়ায় বদলে গেল ফাটাকেষ্টর কালী প্রতিমার রূপ

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালী পুজোয় এবার বড় চমক। বদলে গেল প্রতিমা শিল্পী। সুতরাং বদলাবে প্রতিমার মুখও। জানা গিয়েছে, শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় ফাটাকেষ্টর প্রতিমার মুখে সামান্য বদল হয়েছে। তবে প্রতিমার নতুন মুখ দেখে খুশি উদ্যোক্তারা। এবার দেখা যাক, ভক্তদের মন কতটা ছুঁতে পারে ফাটাকেষ্ট প্রতিমার নতুন মুখ! এতকাল শিল্পী মাধব পালের হাতে তৈরি হয়েছে ফাটাকেষ্টর কালী প্রতিমা। কিন্তু এবার নাকি তাঁর সঙ্গে যোগা যোগই করা হয়নি বলে দাবি মাধব পালের। তাই তাঁর জায়গায় মিন্টু পালকে মাতৃ প্রতিমা গড়ার জন্যে আনা হয়েছে। আর একটু বদল হলেও তাঁর হাতে তৈরি মায়ের মূর্তি দেখে আপ্লুত ক্লাব কর্তৃপক্ষ।

তবে তাঁর জায়গায় এই সুযোগ পেয়ে আপ্লুত মিন্টু পালও। তিনি জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ তাঁকে ডাকার সময়ে একটাই কথা বলছিলেন যে, মায়ের মুখের আদল মোটের উপরে একই রকম রাখতে হবে। তবে অন্য শিল্পীর হাতে মায়ের মুখের আদল একই রাখা সম্ভব নয়। তবুও চ্যালেঞ্জ নিয়ে মায়ের মুখ একই রাখার চেষ্টা করেছেন তিনি। আর তাতে খুশিও হয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। যদিও মায়ের মুখে সামান্য বদল এলেও মায়ের শরীরের গঠন একই রয়েছে। কিন্তু মায়ের উচ্চতা বেড়েছে কিছুটা। এতদিন ১৪ ফুটের প্রতিমা হত।

এবার তা ১ ফুট বেড়েছে এবং মুকুট নিয়ে ১৭ ফুটের কাছাকাছি হয়েছে। আর মায়ের গায়ের বর্ণ রাখা হয়েছে নীল। বর্তমানে ফাটাকেষ্টর কালীপুজো তিলোত্তমার অহঙ্কার। সেই সময়ে মেগাস্টার উত্তমকুমার থেকে অমিতাভ বচ্চন সহ একাধিক তারকা এই পুজোতে অংশ নিতেন। সে সময়ে রাজনীতি থেকে মাস্তান দুনিয়া, সব ক্ষেত্রেই দাপুটে কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ডন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর প্রভাব ছিল মারাত্মক। তখন থেকেই কলকাতায় ফাটাকেষ্টর পুজো না করা। এখনও জাঁকজমকপূর্ণ এই পুজো সাধারণ দর্শকদের আকর্ষণ করে। ১৯৯২ সালে হৃদরোগে মৃত্যু হয় ফাটাকেষ্টর। কিন্তু তাঁর পুজো বন্ধ হয়নি। এখনও চলছে। শোনা যায়, এই মায়ের কাছে যা চাওয়া হয়, সব পূরণ হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

দীপাবলিতে বাম্পার সুযোগ, মাত্র কয়েক হাজার দিয়েই শুরু করুন এই ব্যবসা

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ