-273ºc,
Friday, 9th June, 2023 4:14 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশভাগ তাঁদের দু’জনকে ছিটকে দিয়েছিল। বিচ্ছেদ ঘটেছিল দুজনে। তার পরে সিন্ধু নদী থেকে বয়ে গিয়েছে বহু জল। স্বাধীনতার ৭৫ বছর বাদে ভাইয়ের দেখা পেলেন দিদি। কর্তারপুর করিডোরে ভাই-বোনের পুনর্মিলনের সাক্ষী থাকলেন অনেকেই। ছোট ভাইকে ফের ফিরে পেয়ে চোখের জল চেপে রাখতে পারেননি দিদি। হুইল চেয়ারে অশক্ত চেহারার দিদিকে দেখে চোখের জল সামলাতে পারেননি ভাইও। বাবা-মায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন দুজনেই।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশভাগের সময়ে পাকিস্তান থেকে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সর্দার ভজন সিং। আর দেশত্যাগের সময়েই দুর্ভাগ্যজনকভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ভজন সিংয়ের দু-ই সন্তান মহেন্দ্র কাউর ও শেখ আবদুল আজিজের। বাবা-মায়ের হাত ধরে পাকিস্তান থেকে ভারতের পঞ্জাবের জলন্ধরে নয়া ঠিকানা গড়েছিলেন মহেন্দ্র কাউর। আর ছোট ভাই শেখ আবদুল আজিজের ঠাঁই হয়েছিল আজাদ কাশ্মীরে। হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেতে বহু চেষ্টা চালিয়েছিলেন। যদিও তাতে লাভ হয়নি। তবে হাল ছাড়েননি ৭৮ বছর বয়সী আজিজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরেই ফের হারানো ভাইয়ের খোঁজ পান ৮১ বছর বয়সী মহেন্দ্র কাউর। আর ছোট ভাইকে একবার চোখের দেখা দেখতে পরিবারের সদস্য সহ হাজির হয়েছিলেন কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিবে।
দীর্ঘ ৭৫ বছর বাদে ভাইকে সামনে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মহেন্দ্র কাউর। ছোট ভাইকে ধরে আনন্দ করতে থাকেন। দুই ভাইবোনের পুনর্মিলনকে স্মরণীয় করে রাখতে কর্তারপুর প্রশানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। মহেন্দ্র ও আজিজের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিও তুলে দেওয়া হয়। দুই ভাইবোনই বেশ কয়েক ঘন্টা কাটান গুরুদ্বার দরবার সাহিবে। একসঙ্গে দুপুরের খাওয়া-দাওয়াও সারেন।