এই মুহূর্তে

প্রেমিকের সঙ্গে পালানোর শাস্তি, থানায় ঢুকে স্ত্রীকে গুলি করে মারলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে চলে যাওয়া স্ত্রীকে সবক শেখাতে থানার মধ্যেই গুলিতে খুন করলেন স্বামী। হাড়হিম কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলার পালি থানায়। ওই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়েন থানায় থাকা পুলিশ কর্মীরাও। সম্বি‍ৎ ফিরে আসার পরে অবশ্য ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছেন, পাঁচদিন আগে রামপুরের আটারিয়া গ্রামের বাসিন্দা অনুপ থানায় অভিযোগ দায়ের করেন, প্রেমিকের হাত ধরে তাকে ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী সোনি। যাওয়ার সময় সঙ্গে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গিয়েছেন। ওই অভিযোগ পেয়েই তদন্তে নামনেন থানার আধিকারিকরা। গতকাল রবিবার রাতে (১১ জানুয়ারি) চুরির অভিযোগে গ্রেফতার করা হয় সোনিকে। রাতে থানার লকআপে রাখা হয়। সোমবার (১২ জানুয়ারি) সকালে একজন মহিলা কনস্টেবল পাহারা দিয়ে সোনিকে খাবারের জন্য থানা চত্বরে থাকা ক্যান্টিনের দিকে নিয়ে গিয়েছিলেন। প্রেমিকার সঙ্গে পালানো স্ত্রী পাকড়াও হয়েছে জানতে পেরেই থানা চত্বরে ছুটে এসেছিলেন অনুপ। মহিলা কনস্টেবল যখন সোনিকে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন তখনই পিছন দিক থেকে চড়াও হয়। খুব কাছ থেকে স্ত্রীকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে সোনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকি‍ৎসকরা জানান, মৃত আবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সোনিকে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘স্ত্রীর উপরে গুলি চালানোর পরেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা চালিয়েছিল অনুপ ও তাঁর এক সঙ্গী। কিন্তু ততক্ষণে থানা চত্বরে হাজির থাকা পুলিশ কর্মীরা দৌড়ে গিয়ে দুজনকে পাকড়াও করে। অনুপের কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

প্রতিটি কুকুরের কামড়ের জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যগুলিকে: সুপ্রিম কোর্ট

‘‌তামিল সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে’‌, বিজয়ের ছবি মুক্তির দেরি নিয়ে মোদিকে তোপ রাহুলের

‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা, দাবি সেনাপ্রধান দ্বিবেদির

এসআইআর নিয়ে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টে, কী বলল সর্বোচ্চ আদালত?‌

কানাডায় সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার, শাগরেদ আছে ভারতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ