এই মুহূর্তে




শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে লজ্জার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান




নিজস্ব প্রতিনিধি: ছয় মাস বাদে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ছয় মাস বাদে মাঠে ফেরা তাঁর পক্ষে সুখকর হল না। বরং শুক্রবার (২৩ মে) রাতে লজ্জার এক রেকর্ড গড়েছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক।  ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে ওই লজ্জার রেকর্ড গড়েছেন।  টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এখন সাকিবের ঝুলিতে।

পাকিস্তান সুপার লিগে লাহহোর কালান্দার্সের হয়ে এখনও পর্যন্ত ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। অর্থাৎ ‘গোল্ডেন ডাক’ মারেন। করাচির বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নামতে হয়নি। গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯৫ রানে জয় পেয়ে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ২ বলে ০ রানে আউট হন সাকিব।

এতদিন টি টোয়েন্টি সংস্করণে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছিল ওপেনার সৌম্য সরকারের। ২৩৭ ম্যাচে ২৩২ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। গতকাল শুক্রবার  সাকিব শূন্য রানে আউট হয়ে সৌম্যকে পিছনে ফেললেন। ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। সত্যিই বড্ড দুঃসময় চলছে সাকিবের। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া তালিকায় রয়েছেন আরও তিনজন। ইমরুল কায়েস ২২ বার, তামিম ইকবাল ২০ বার ও মুশফিকুর রহিম ১৯ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিজিটাল অ্যারেস্টের শিকার প্রাক্তন PDW ইঞ্জিনিয়ার, দেড় কোটির বেশি টাকা গায়েব

চিকিৎসার অভাবে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ, শাস্তির দাবিতে অনড় পরিবার

WhatsApp এর জনপ্রিয়তায় ভাগ বসাতে চলে এল ইলন মাস্কের নতুন XChat

Sperm Donor Case: ভয়ঙ্কর ভুল! এক শুক্রাণু দাতার ৬৭ সন্তানের মধ্যে ১০ জন ক্যান্সারে আক্রান্ত

৭৬ লক্ষ টাকা প্রতারণা! ১৯ বার সাপের কামড় খেয়েও জীবিত ‘সরপঞ্চ’ সন্তকুমার

‘জ্যোতি আমাকে কখনও পাকিস্তান যাওয়ার কথা বলেনি’, মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বাবা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ