এই মুহূর্তে




ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আসছেন মোদি। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই তাঁর হাত ধরে চালু হবে কলকাতার তিনটি স্থানের মেট্রো রুট। যাত্রা হয়ে যাবে আরও সহজ। কলকাতায় মেট্রো রুটের উদ্বোধন এবং বিজেপির র‍্যালিতে অংশ নেওয়া নিয়ে উদগ্রীব হয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। সেকথা আগেই জানিয়েছিলেন তিনি। পাশাপাশি তৃণমূলের ‘অত্যাচারে’ বঙ্গবাসী কতখানি কষ্টে রয়েছেন তাও ফুটে উঠেছিল মোদির করা X হ্যান্ডেলের পোস্টে। এবার প্রধানমন্ত্রীর দিকে ৫ টি প্রশ্ন ছুঁড়ে দিল তৃণমূল।

মোদি বৃহস্পতিবার লিখেছিলেন, “তৃণমূল কংগ্রেসের দুঃশাসনের কারণে পশ্চিমবঙ্গ ভুগছে। মানুষ বিজেপিকে আশার চোখে দেখছে এবং নিশ্চিত যে কেবল বিজেপিই উন্নয়ন করতে পারে। আগামীকাল, ১৮ জুলাই, দুর্গাপুরে সমাবেশে ভাষন দেব। আমার সঙ্গে যোগদান করুন।”

পাল্টা হিসাবে X হ্যান্ডেলেই প্রশ্ন রেখেছে তৃণমূল। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলায় আসাকে পরিযায়ী পাখির ভোটের আগে বেড়াতে আসেন। তারপরেই পাঁচটি প্রশ্ন রাখা হয়েছে তৃণমূলের পকশ থেকে। প্রথমত, কোন নৈতিক অধিকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধানে ১৩০ তম সংশোধনী আনলেন? এখানে একটি পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ৫৮৯২টি মামলার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত ১০ বছরে দোষী সাব্যস্ত হয়েছে ৮টিতে। ২৫ জন বিরোধী নেতার মধ্যে ২৩ জন বিজেপিতে যোগ দিতেই তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। তাঁদের মধ্যে ৬৩ জন গুরুতর অপরাধে অভিযুক্ত। মোদির মন্ত্রিসভায় ২৮ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে খুন, অপহরণ, নারীঘটিত অপরাধের মামলা রয়েছে।

 

দ্বিতীয় প্রশ্ন, যে ভোটার তালিকা দিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হলো তাতে কী এমন ভুল ধরা পড়ল যে SIR এর প্রয়োজন হল? যদি ইলেক্টরাল রোল ত্রুটিপূর্ণই হয় তাহলে মোদি প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন কীভাবে?

তৃতীয়ত, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছিল দিল্লি পুলিশ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছিলেন বাংলা নামে কোনও ভাষাই নেই। এই কথা যারা বলে তারা কি দেশবিরোধী নয়? যেখানে ন্যাশনাল অ্যান্থেম ও ন্যাশনাল সং বাংলায়।

চতুর্থ, বাংলার প্রতি এত প্রেম বিজেপির। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে? সরাসরি মোদির কাছে এই প্রশ্ন রেখেছে তৃণমূল।

পঞ্চম, ইতিমধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ রয়েছে ১.৯৩ লক্ষ কোটি টাকা। সেই বিষয়ে কি প্রধানমন্ত্রী অবগত, তাও জানতে চাওয়া হয়েছে।

শুক্রবার বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুট চালু হতে চলেছে। অথচ বাংলায় মেট্র রেল এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। সে ব্বিষয়ে বিজেপি একেবারে নীরবতাকেই বেছে নিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ