এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাম ভোট আসেনি রামের ঝুলিতে, লোকসভা নিয়ে আশঙ্কায় পদ্মশিবির

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাটা আগে থেকেই ছিল। এবার সেটাই সামনে চলে এল। বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) রামের ঝুলিতে আসেনি বামেদের ভোট(Left Vote)। তা সে উত্তরবঙ্গ হোক কী দক্ষিণবঙ্গ। ভোট মিটেছে ঠিকই, কিন্তু এখনও ভোটের গণনা বাকি। বাকি ফলপ্রকাশও। কিন্তু গতকাল সারাদিন ধরেই বঙ্গ বিজেপির(BJP) নেতারা হাতে খাতাকলম আর মোবাইলটা সঙ্গে নিয়ে বসেছিলেন। হিসাব কষছিলেন কোথায় কোথায় দলের ফল ভাল হতে পারে। কিন্তু দিনের শেষে তাঁদের কাছে কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলা ব্যতীত আর কিছুই নেই। কার্যত রাজ্যের সব জেলাতেই পদ্মশিবিরের পা হড়কানোর ছবি প্রকট। আর তার নেপথ্যে বামেদের ভোট এবার আর রামের ঝুলিতে না আসার ঘটনাই উঠে এসেছে।

আরও পড়ুন ভোটের দিনে জন্ম কন্যাসন্তানের, নাম রাখা হল ‘মমতা’

কার্যত ২০১৬’র বিধানসভা নির্বাচনের সময় থেকেই চোখে পড়তে শুরু করে বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার প্রবণতা। সেই ঘটনা আরও প্রকট হয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টি চলে যায় বিজেপির দখলে। সেই ঝড়ে ভর দিয়েই পদ্মশিবিরের নেতারা হই হই করে বাংলায় নেমে পড়েছিলেন ক্ষমতা দখলের লক্ষ্যে। একুশের ভোটের মুখ শ্লোগান উঠেছিল, ‘আবকে বার ২০০ পার’। সেই শ্লোগানের নেপথ্যে ছিল আত্মবিশ্বাস। বামের ভোট আসবে রামের ঘরে। দেখা যায় বাস্তবিক অর্থেই বাম ভোটের বড় অংশই চলে যায় রামের ঝুলিতে। কিছুটা ভোট পায় তৃণমূলও। বস্তুত বাংলার বুকে বিজেপির ক্ষমতা দখল ঠেকাতে বাস্তববাদী বামপন্থীরা তৃণমূলকেই বেছে নিয়েছিলেন সেদিন। আর সেই সূত্রেই বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়েছিল বামেরা। অন্ধ মমতা বিরোধীদের ভোটে ভর দিয়ে বিজেপি বাংলার বিধানসভায় ৭৭টি আসন দখল করলেও ক্ষমতা দখল করতে পারেনি।

আরও পড়ুন কেন্দ্রের স্কলারশিপ পাওয়ার সুযোগ বাংলার পড়ুয়াদের

সেই নির্বাচনের পর থেকেই বাংলার বুকে হয়ে যাওয়া একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, পুরসভা নির্বাচন, মহকুমা পরিষদের নির্বাচন মায় লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাম ভোট আর রামের ঝুলিতে আসছে না। সেই স্রোত থমকে গিয়েছে। বামেরা আবারও ঘুরে দাঁড়াচ্ছে নিজেদের ভোট ফিরে পেয়ে। এবারের পঞ্চায়েত নির্বাচনের দিকে তাই বাম ও বিজেপি উভয় শিবিরই তাকিয়ে ছিল এটা দেখার জন্য যে বাম ভোট আর রামের ঝুলিতে যায় কিনা তা দেখার জন্য। কিন্তু রাত পর্যন্ত পাওয়া খবর বলছে, এবার আর বাম ভোট যায়নি রামের ঝুলিতে। আর তার জেরেই কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা বাদে আর কোথাও সম্ভবত বিজেপি ভাল ফল করতে পারবে না। এমনকি বেশ কিছু জেলায় তাঁরা চলে যেতে পারে তৃতীয় স্থানেও। আর এই হিসাবেই আশঙ্কার স্রোত বইছে পদ্মশিবিরে। কেননা বছর ঘুরলেই লোকসভা নির্বাচন(General Election 2024)। ১৮ আসন ধরে রাখা তো বহু দূর, ২টি আসনেও জয় নিয়ে থাকছে সংশয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আকাইপুর গ্রামের জয়ী সিপিআইএম প্রার্থী তৃণমূলে যোগ দিলেন

ভোট শেষেও যত্রতত্র রয়েছে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, পতাকা

মালদা ও বীরভূমে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল পুলিশ

তমলুকে বিজয় মিছিল থেকে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা

ইসলামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন দিল বিজেপি

জঙ্গলমহলের একাধিক গ্রামে পুলিশের রুট মার্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর