এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপি এগিয়ে থাকলে ইচ্ছামতী কী আর হবে, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলায় রয়েছে মোট ২২টি ব্লক এবং ২০০টি গ্রাম পঞ্চায়েত। জেলা পরিষদে(Zilla Parishad) আসন সংখ্যা ৬৬টি। প্রতিটি ব্লক থেকেই রয়েছে ৩টি করে আসন। একুশের বিধানসভার ভোটের নিরিখে ১৮টি আসনে এগিয়ে আছে বিজেপি(BJP)। বাকি সব আসনেই এগিয়ে আছে তৃণমূল(TMC)। সেই হিসাবে এবারের পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ তৃণমূলের দখলে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা মাত্র। প্রশ্ন তাই এটা নয়, যে এবারে এই জেলায় কী ফল হবে? প্রশ্ন, বনগাঁ মহকুমায়(Bongna Sub Division) বিজেপির ফল ভাল হলে আদৌ ইচ্ছামতী(Icchamati) নামের নতুন প্রস্তাবিত জেলাটি কী আর আত্মপ্রকাশ করবে? নাকি সেটি চলে যাবে ঠাণ্ডা ঘরে?

আরও পড়ুন মমতার বাংলার কাছে আবারও হার মোদির ভারতের, নজরে GST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে ৩টি জেলা করা হবে। ব্যারাকপুর, বারাসত ও বিধাননগর মহকুমা উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গেই থাকবে। কিন্তু বনগাঁ ও বসিরহাট মহকুমাকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলা হবে। বনগাঁ মহকুমা নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করলে তার নাম হবে ইচ্ছামতী। এই অবধি ঠিকই ছিল। কিন্তু চিন্তা বাড়িয়েছে বনগাঁ মহকুমায় মতুয়া প্রভাব এবং বিজেপির বাড়বাড়ন্ত। প্রস্তাবিত ইচ্ছামতী জেলায় বর্তমানের বনগাঁ মহকুমার ৩টি ব্লক থাকবে। সেই সঙ্গে জুড়তে পারে স্বরূপনগর ব্লকটিও। সব মিলিয়ে প্রস্তাবিত ওই জেলায় থাকবে মোট ৪টি ব্লক। জেলা পরিষদের আসন সংখ্যা হবে ১২। পরিসংখ্যান বলছে এই সব কটি আসনেই এখন এগিয়ে আছে বিজেপি। আর এখানেই উঠছে প্রশ্ন। যদি দেখা যায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ তৃণমূলের দখলে গেলেও প্রস্তাবিত ইচ্ছামতী জেলার সব বা বেশির ভাগ জেলা পরিষদ আসনেই বিজেপি এগিয়ে আছে তখন কী আর ইচ্ছামতী জেলা গঠনের পথে এগোবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন রাজ্যসভায় ২টি আসনে প্রার্থী দেওয়ার ভাবনা শুরু বিজেপিতে

তৃণমূলের অবশ্য দাবি, এবারের পঞ্চায়েত ভোটে(Panchayat Election) মতুয়া ভোট কিছুটা হলেও তাঁদের দিকেই থাকবে। তাই প্রস্তাবিত ইচ্ছামতী জেলার ১২ আসনের বেশির ভাগ আসনেই এগিয়ে থাকবেন তাঁরা। নতুন জেলা পরিষদ গঠন হলেও তা তৃণমূলের দখলেই থাকবে। যদিও এই সহজ ব্যাখা মানতে নারাজ রাজ্যের ওয়াকিবহাল মহল। তাঁদের ধারনা প্রস্তাবিত ইচ্ছামতী জেলার সব বা বেশির ভাগ জেলা পরিষদ আসনে বিজেপি এগিয়ে থাকলে বা প্রস্তাবিত জেলার ৪টি পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলে নতুন ইচ্ছামতী জেলা গঠনের বিষয়টি কার্যত বিশবাঁও জলে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কখনই হাসতে হাসতে এই নতুন প্রস্তাবিত জেলাকে বিজেপির হাতে তুলে দেবে না। বসিরহাটও নতুন জেলা হবে কিন্তু সেখানকার ৯টি ব্লকের(স্বরূপনগর বাদ দিয়ে) ২৭টি আসনের ২১টিতেই এগিয়ে আছে তৃণমূল। তাই সেই জেলা গঠনের পিছুপা হবে না মমতার সরকার। কিন্তু ইচ্ছামতী চলে যেতে পারে ঠাণ্ডা ঘরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাদের জবাব দিতে হবে’, সন্দেশখালি কাণ্ড নিয়ে বিস্ফোরক  অভিষেক

দাদাগিরি! মেজাজ হারিয়ে মহকুমা শাসককে ধাক্কা রাহুল সিনহার

‘সন্দেশখালির ঘটনা পুরোটাই বানান’, বিজেপিকে তোপ অভিষেকের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

শান্তনুকে হারাতে মতুয়াদের ওপরেই আস্থা সুমিতার

দাবদাহের মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর