এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আস্থা মমতার উন্নয়নে, চা শ্রমিকেরা ফিরছেন তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোটে দার্জিলিং, কালিম্পং(Kallimpong), জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার(Alipurduyar) জেলার চা শ্রমিকদের(Tea Garden Labours) ভোট তুলে নিয়ে গিয়েছিল বিজেপি। সেই সুবাদে দার্জিলিং(Darjeeling), জলপাইগুড়ি(Jalpaiguri) ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও জিতেছিল বিজেপি(BJP)। সেই বছর ওই নির্বাচনে বিজেপি বাংলা থেকে যে ১৮টি আসনে জয়ী হয়েছিল তার মধ্যে ছিল উত্তরবঙ্গের ওই ৩টি আসনও। একুশের ভোটে দেখা গিয়েছে সেই বিজেপিকেই ধাক্কা খেতে হয়েছে কালিম্পংয়ের বুকে। কিছুটা হলেও তাঁরা ধাক্কা খায় জলপাইগুড়ি জেলাতেও। কিন্তু একুশের বিধানসভা ভোটেও দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের ভোট গিয়েছিল পদ্মের ঝুলিতে। এবার সেই ছবিটাও বদলে যাবে। এমনটাই দাবি ৪ জেলার তৃণমূল(TMC) নেতাদের। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উন্নয়নে আস্থা রাখছেন চা শ্রমিকেরা। তাঁদের সমর্থন আবারও ফিরছে তৃণমূলের দিকেই। পঞ্চায়েত নির্বাচনেই(Panchayat Election) মিলবে তাঁর প্রমাণ। বিজেপিকে এবার ধাক্কা খেতে হবে চা শ্রমিকদের কাছ থেকে।

আরও পড়ুন উন্নয়ন থেকে পঞ্চায়েত নিয়ন্ত্রণ, দলীয় কর্মী থেকে আমজনতা, সকলকে বার্তা দিলেন মমতা

অস্বীকার করার উপায় নেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পুরসভা নির্বাচন বাদ দিয়ে যে কোনও নির্বাচনে কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠেন এই চা শ্রমিকেরা। তাঁদের ভোট যে দিকে যায়, তাঁদেরই পাল্লা ভারী হয়ে যায়। ঠিক যেমনটি দেখা গিয়েছে উনিশ ও একুশের ভোটে। লোকসভা ও বিধানসভা ভোটে চা শ্রমিকদের কাছে টেনে বাজিমাত করেছিল পদ্মফুল শিবির। তাঁরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ৪ জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের ভোটে বিজেপির ঝুলিতে যায় ১৪টি আসন। কিন্তু সেই চা বলয়ে রাজনীতির হাওয়া খুব দ্রুত গতিতে ঘুরছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে চা শ্রমিকেরাও এখন তাই তৃণমূলমুখী। পাহাড় হোক কী ডুয়ার্স, চা শ্রমিকেরা এখন ভিড় জমাচ্ছেন তৃণমূলেরই পতাকা তলে। ফলে এই ৪ জেলায় এবার বিজেপি লড়াই মোটেও সুখের হবে না।

আরও পড়ুন BDO’র বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

একই সঙ্গে এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশ প্রভাব ফেলেছে মমতার সরকারের বেশ কিছু প্রকল্পের কাজ এবং সরকারের গৃহীত সিদ্ধান্ত। চা সুন্দরী আবাস, বাগানে বাগানে ক্রেশ, প্রাথমিক হেলথ সেন্টার তৈরি ও পানীয় জলের ব্যবস্থা করে শাসক শিবির চা শ্রমিকদের অনেকটাই কাছে টানতে সক্ষম হয়েছে। বিনামূল্যে রেশন, দৈনিক মজুরী বৃদ্ধির কারণে তৃণমূলের প্রতি ভরসা বাড়ছে চা শ্রমিকদের। পাশাপাশি চা বাগানে বসবাস করা শ্রমিক পরিবারগুলির জমির পাট্টা প্রদানের সিদ্ধান্ত বেশ প্রভাব ফেলেছে চা শ্রমিক মহল্লায়। বিজেপিকে ভোট দিয়ে চা শ্রমিকেরা কার্যত কিছুই পাননি। কিন্তু তাঁরা দেখছেন, মমতার সরকার দেওয়া র জায়গায় আছে এবং দিচ্ছেও। আর তাতেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলমুখী হয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর