-273ºc,
Friday, 2nd June, 2023 3:43 am
নিজস্ব প্রতিনিধি: প্রশ্ন উঠতেই পারে, হচ্ছে টা কী? প্রাক্তন ব্রাজিলিয় তারকা দানি আলভেজ, মরক্কোর আশরাফ হাকিমির পরে এবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে। চার বছর আগে ২০১৯ সালে মম্তিয়েলের বাড়িতেই তাঁর ওপরে যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে আর্জেন্টিনার এক আদালতে অভিযোগ করেছেন এক তরুণী। যদিও যৌন নির্যাতনের অভিযোগ আস্বীকার করেছেন আর্জেন্টাইন তারকা। সেভিয়ার তারকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালের পয়লা জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনের পার্টিতেই তাঁর সঙ্গে যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই তরুণী। অভিযোগকারিনীর আইনজীবী র্যাকুয়েল হারমিদা জানিয়েছেন, মন্তিয়েলের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল পেশায় মডেল ২৬ বছরের তরুণীর। জন্মদিনের পার্টিতে পরিবারের সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার অছিলায় তরুণীকে লা মাতানজার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মন্তিয়েল। জোর করে পার্টিতে মদ্যপান করানো হয় তরুণীকে। তাতে বেহুঁশ হয়ে যান তিনি। তার পরেই যৌন নির্যাতন চালানো হয় তার ওপরে। যৌন নির্যাতনের পরে অভিযোগকারিনী মডেলকে মন্তিয়েলের বাড়ির বাইরে রেখে আসা হয়।
হারমিদার কথায়, ‘জ্ঞান ফেরার পড়ে অভিযোগকারিনী দেখেন তাঁর দুই হাঁটু বেয়ে রক্তের কালো দাগ। তাঁর সন্দেহ হয়, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকের শরণাপন্ন হন। মেডিকেল রিপোর্টে দেখা যায়, ধর্ষিতা হয়েছেন তিনি। তবে গণধর্ষিতা হয়েছিলেন কিনা, তা স্পষ্ট হয়নি মেডিকেল রিপোর্টে। বিষয়টি মন্তিয়েলের মা’কে জানান নির্যাতিতা তরুণী। তখন বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযোগকারিনীকেই হুমকি দেয় আর্জেন্টিনার তারকা ফুটবলারের মা।’