এই মুহূর্তে




FA CUP: রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে আর্সেনালকে হারাল ১০ জনের ম্যান ইউ




নিজস্ব প্রতিনিধি: ১২০ মিনিটের টানটান লড়াই শেষে টাইব্রকারে আর্সেনালকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের দল হয়েও ম্যান ইউয়ের এই জয়ের পিছনে নায়ক একজনই। তিনি হলেন গোলরক্ষক আলতায় বায়নদির। আর্সেনালের ঝড়ের সামনে বাধার দেওয়াল হয়ে দাঁড়ালেন। তুরস্কের তরুণ গোলরক্ষক নির্ধারিত সময়ে আর্সেনালের মার্টিন ওডেগোরের পেনাল্টি রুখে দেওয়ার পর টাইব্রেকারেও সেভ করলেন কাই হাভার‍ৎজের দুর্বল শট। আর ওই শট ঠেকিয়েই দু’দলের মধ্যে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিলেন।

রবিবার (১২ জানুয়ারি) এমিরেটাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল আর্সেনাল। যদিও ভাগ্য সঙ্গে ছিল না। অধিকাংশ সময় বল দখলে রেখেও ম্যান ইউ’র রক্ষণ ভেদ করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। উল্টে বড় ধাক্কা খেতে হয় দলটিকে। ৩৮ মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের ব্রুনো ফার্নান্ডেজকে পিছন থেকে ট্যাকল করতে গিয়ে নিজেই চোট পান জেসুস। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর পরিবর্তে মাঠে নামেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধে গোলশূন্য থাকে খেলা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় ম্যান ইউয়ের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে এনে ব্যতিব্যস্ত করে রাখে আর্সেনালের রক্ষণকে। তার ফলও পেয়ে যায় হাতেনাতে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় কাঙ্খিত গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন সুযোগসন্ধানী হিসাবে পরিচিত ব্রুনো ফার্নান্ডেজ। বক্সের ডান দিক থেকে আলেহান্দ্রো গার্নাচোর পাস ধরে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার।কিন্তু এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬১ মিনিটে মাঝ মাঠে আর্সেনালের মিকেল মেরিনোকে বিশ্রি ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যান ইউয়ের পর্তুগিজ ডিফেন্ডার দালোতকে। ১০ জনের দল হয়ে গিয়ে খেই হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে দুর্দান্ত ভলি করে ম্যান ইউয়ের জাল কাঁপিয়ে আর্সেনালকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল মাগালাইস। সমতা ফেরানোর পরেই তেড়েফুঁড়ে নামে আর্সেনাল। ৭২ মিনিটে বক্সের মধ্যে কাই হাভার‍ৎজকে ফেলে দেন ম্যান ইউয়ের হ্যারি ম্যাগুইয়ার। পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ওই সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। মার্টিন ওডেগোরের শট ঝাঁপিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন ম্যান ইউয়ের গোলরক্ষক বায়ানদির। এর পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। যদিও নির্ধারিত সময়ে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ওই অতিরিক্ত সময়ে ১০ জনের ম্যান ইউকে চেপে ধরেছিল আর্সেনাল। কিন্তু কাজের কাজ করতে পারেননি গ্যাব্রিয়েলা মার্তিনেল্লিরা। অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে কাই হাভার‍ৎজের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন ম্যান ইউ গোলরক্ষক বায়ানদির। আর তাতেই নির্ধারিত হয়ে ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জিতে মাঠ ছাড়ে আমুরির দল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন জঙ্গি হামলা রুখতে মোতায়েন ১২ হাজার পুলিশ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় কী করবে বায়ার্ন–মিলান ?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকার অনুমতি দিল বোর্ড, তবে রয়েছে শর্ত

‘এই টিমই জিতবে’…কাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক?

‘সেরার সেরা’ পূর্ব বর্ধমানের মেমারির ‘সাগর’ এখন গোটা বাংলার ‘হিরো

সান্তোসে ফিরে প্রথম জয়, ৫০২ দিন পর গোল করলেন নেইমার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর