নিজস্ব প্রতিনিধি, লাহোর: আশঙ্কাই সত্যি হল। শাসহিন আফ্রিদি-হারিস রউফ আর নাসিম শাহদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম কিছুটা লড়াই চালিয়েছিলেন। কিন্তু দু’জনের অর্ধ শতরান সত্বেও দুশোর গণ্ডি পার করতে পারল না টাইগাররা। ৩৮.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে গেল। হারিস রউফ ১৯ রানে চারটি ও নাসিম শাহ ৩৪ রানে তিন উইকেট নিয়েছেন।
বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে ফেরে। দ্বিতীয় ওভারেই শুন্য রানে সাজঘরে ফেরেন আগের ম্যাচে শতরান করা মেহেদী হাসান মিরাজ। দলে ফিরে আসা লিটন দাসও হতাশ করলেন। শাহিন আফ্রিদির বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ১৩ বলে করেন ১৬ রান করে ফেরেন। পুল করতে গিয়ে হারিসের বল সোজা আকাশে তুলে দেন নাইম শেখ (২০)। এদিন ফের ব্যর্থ হন তাওহিদ হৃদয় (৯ বলে ২)। ৪৭ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত দলকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও উইকটরক্ষক মুশফিকুর রহিম। দুজনে দেখেশুনে খেলতে থাকেন। নিজের কেরিয়ারে ৫৪তম হাফসেঞ্চুরির পরেই ভুল করে বসেন টাইগার অধিনায়ক। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে ফখর জামানের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগ ৫৭ বলে ৫৩ রান করেন সাকিব।খানিক বাদে মুশফিকুর রহিমকে থামান হারিস রউফ। ৮৭ বলে ৬৪ রান করে ফেরেন টাইগারদের উইকেটরক্ষক। আর তার পরেই শষের দিকের ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীনের মতো একের পর এক শট মেরে দলকে চরম লজ্জায় ফলে সাজঘর ফেরেন। শেষের ৯ বলে ৩ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা।