নিজস্ব প্রতিনিধি, ঢাকা: উইল ইয়ং ও হেনরি নিকোলাসের জোড়া অর্ধ শতরানের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হেসেখেলেই জিতল নিউজিল্যান্ড। ৯১ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দল। সেই সঙ্গে টাইগারদের চুনকাম করে ওয়ানডে সিরিজ পকেটে পুরলেন লকি ফার্গুসনরা। ১৫ বছর বাদে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে টাইগারদের হারিয়ে সিরিজ জিতল কিউইরা।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাদে আর কোনও ব্যাটার বড় রানের ইনিংস খেলতে পারেননি। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালই করেছিলেন সফরকারী দলের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। দেখেশুনে খেলে রান তুলছিলেন। কিন্তু দশম ওভারে বল করতে এসেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হানেন বাংলাদেশের শরিফুল ইসলাম। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন ফিনকে (২৮)। পরের বলে ছিটকে দেন ডিন ফক্সক্রফ্টের (০) স্ট্যাম্প। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় কিউইরা। কিন্তু ধীরে ধীরে ম্যাচ নিজেদের মুঠোয় পুরতে শুরু করেন উইল ইয়ং এবং হেনরি নিকোলাস। প্রথম দিকে খানিকটা শ্লথগতিতে রান তুললেও ধীরে-ধীরে খোলস ছেড়ে বেরোন দুই ব্যাটসম্যান।
নাসুম আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে একদিনের কেরিয়ারে নিজের দ্বিতীয় অর্ধ শতরান পূর্ণ করেন ইয়ং। নিয়েছেন ৬৪ বল। শেষ পর্যন্ত নাসুমের বলেই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। আউট হওয়ার আগে ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮০ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের দিকে পৌঁছে দিয়ে যান। ইয়ং আউট হওয়ার পরে নিকোলাসের সঙ্গে জুটি বাঁধেন টম ব্ল্যান্ডেল। শেষের দিকে ঝড় তোলেন তিনি। ১৬ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। চার নম্বরে নামা নিকোলাস ৫০ রানে অপরাজিত থাকেন।