এই মুহূর্তে




এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে আজ মহাযুদ্ধে সূর্যরা, কেমন হতে পারে প্রথম একাদশ?

নিজস্ব প্রতিনধি: ৪১ বছরে এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আজ রবিবার মহাষষ্ঠী হয়েছে দেবীর বোধন। এই দিনে দুবাইয়ের মাঠে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবেকে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেওয়া হয়েছিল বিশ্রাম। অন্যদিকে এই খেলার সময়ে অভিষেক শর্মা এবং হার্দিক পাণ্ড্যে পেয়েছিলেন চোট। তাঁদের খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশয়তা। এই আবহে কেমন হতে চলেছে ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ? জেনে নিন।

সাধারণত যে দল প্রথম থেকে জয়ের ধারা বজায় রাখে সেখানে বদল আনা হয়না। যারা খেলেছেন তাঁদের দিয়েই খেলানো হয়। তবে মাঠ ও খেলোয়াড়দের উপর বিবেচনা করে অনেক সময় সিদ্ধান্ত বদল করা হয়। জানা যাচ্ছে কোচ গম্ভীর ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে একই দলই খেলাবেন যারা দু’বার পাকিস্তানকে হারিয়েছিল।

১) অভিষেক শর্মা— ওপেনার হিসেবে থাকবেন। এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রান তুলেছেন। পাকিস্তানের বিরুদ্ধেও ভালো খেলেছেন। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ইনিংস দলকে জিতিয়েছে। পাশাপাশি স্পিন বোলিংও করবেন। শ্রীলঙ্কা ম্যাচে তাঁর পেশিতে টান লাগলেও সূত্রে জানা গিয়েছে তাঁর খেলতে কোনও সমস্যা নেই।

২) শুভমন গিল— ভারতীয় দলের সহ-অধিনায়ক। গ্রুপ পর্বে তেমন রান করতে না পারলেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছেন। গিল এই খেলায় দলের বড় ভরসা।

৩) তিলক বর্মা— অভিষেকের মতো তিলকও পাকিস্তানের বিরুদ্ধে দলকে ম্যাচ জিতিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি খেলায় দলের হয়ে রান এনে চিয়েছেন। ফাইনালের তিনি থাকবেন।

৪) সূর্যকুমার যাদব— অধিনায়ক খুব একটা রান করতে না পারলেও ভাল সামলাচ্ছেন অধিনায়কত্ব। তাঁর খেলা নিয়েও সেই সংশয়।

৫) সঞ্জু স্যামসন— ফাইনালে উইকেটের পিছনে থাকবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ ভাল খেলেছেন।

৬) হার্দিক পাণ্ড্য— ভালো বল করেন। ব্যাট হাতে রান তোলার বেশি সুযোগ না থাকলেও থাকবেন সম্ভাব্য একাদশে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পেশিতে টান লাগায় এক ওভারের বেশি বল করতে পারেননি। তিনি একান্ত না খেললে অর্শদীপ সিংহকে তাঁর জায়গায় দেখা যেতে পারে।

৭) শিবম দুবে— চলতি মরশুমে ভাল বল করছেন শিবম। সামনের সারিতে আসতে পারেন ভারতীয় দলের অন্যতম ভরসা।

৮) অক্ষর পটেল— ভারতীয় দলের ভারসাম্যের ক্ষেত্রে ভূমিকা গুরুত্বপূর্ণ। একাই ম্যাচ জেতাতে পারেন অক্ষর।

৯) কুলদীপ যাদব— চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি। গ্রুপ পর্বে পর পর দু’ম্যাচের সেরা হয়েছেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অন্যতম সেরা অস্ত্র হতে পারেন।

১০) জসপ্রীত বুমরাহ— বুমরাহ বল নিয়ে প্রশ্ন না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে সবচেয়ে খারাপ বল করেছেন। বিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের একজন। উইকেট শিকারি হিসেবে একাই জেতাতে পারেন দলকে।

১১) বরুণ চক্রবর্তী— খেলায় ভাল বল করছেন। চাপে রাখছেন প্রতিপক্ষ ব্যাটারদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এশিয়া কাপে হারের জের! বাবর আজমদের বিদেশি লিগে খেলা নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

পর পর শূণ্য রান করায় আয়ুবে কোপ, ফিরলেন বাবর-রিজওয়ান

‘ট্রফি ফেরত দাও, নয়তো শাস্তি!’ এশিয়া কাপের ট্রফি নিয়ে নাটক তুঙ্গে, মহসিন নকভিকে এসিসি’র কড়া হুঁশিয়ারি

‘ও ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছে’, ফাইনালের পরের ঘটনা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক

‘পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে আর কখনও না খেলা’, দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ অলরাউন্ডার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ