এই মুহূর্তে




খলনায়ক বৃষ্টি, ক্যানবেরায় ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। হতচ্ছাড়া বৃষ্টির কারণে বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেল। ম্যাচ শুরুর পরেই শুরু হেছিল বৃষ্টি। বেশ খানিকক্ষণ বন্ধ থাকে খেলা। ফলে ওভার কমে যায়। ফের খেলা শুরু হলে ৯.৪ ওভারে ভারতের রান খন এক উইকেটে ৯৭ তখন ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ফের খেলা থামাতে হয়। ৫ ওভারের ম্যাচ করা সম্ভব না হওয়ায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা।

এদিন ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা। কিন্তু চালিয়ে খেলার মাসুল দিতে হয় তরুণ ওপেনারকে। চতুর্থ ওভারেই নাথান এলিসের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে করে যান ১৪ বলে ১৯ রান। ভারতের ইনিংসের ৫ ওভারের পর শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বেশ খানিক বাদে আকাশ পরিস্কার হওআয় শুরু হয় খেলা। তবে ২০ ওভারের বদলে ম্যাচ কমে দাঁড়ায় ১৮ ওভারের। ম্যাচ শুরুর পর খেলা শুরু হলে ষষ্ঠ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয় ভারত অধিনায়ক সূর্কুমার যাদব ও  শুভমন গিল। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান দাঁড়ায় এক উইকেটে ৫৩।

বৃষ্টি নামার আতঙ্কে চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ব্যাটার। ব্যক্তিগত ১৮ রানের মাথায় জীবন ফিরে পান সূর্য। জেভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। জীবন ফিরে পেয়ে আরও বেশি আক্রমণাত্মক হন সূর্য। অজি স্পিনার নাথান এলিসের এক ওভারে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান। সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক। দেড়শো ওভার বাউন্ডারি হাঁকানোর মালিক হয়ে গেলেন। ঢুকে পড়লেন রোহিত শর্মা-মুহাম্মদ ওয়াসিম-মার্টিন গাপ্টিল ও জস বাটলারদের এলিট ক্লাবে। ৮৬তম ইনিংসে মাত্র ১,৬৪৯ বল খেলেই দেড়শো ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন সূর্য। ৯.৪ ওভার শেষে ভারতের রান যখন ৯৭/১, ঠিক তখনই ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ফলে ফের খেলা বন্ধ করে দেওয়া হয়। তখন সূর্যকুমার ৩৯ ও শুভমন ৩৭ রানে খেলছিলেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ