এই মুহূর্তে




হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

নিজস্ব প্রতিনিধি: ছোট বোনেরা পারলেও পারলেন না দাদারা। শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবদের হারিয়ে জয় ছিনিয়ে নিলেন মিশেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১২৫ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। জবাবে ওভারে উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। যদিও ভারতের বোলাররা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন। তবে এত অল্প রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য যে মিরাকেল ঘটানোর প্রয়োজন ছিল তা ঘটাতে পারেননি যশপ্রীত বুমরা-কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীরা।

ক্যানবেরায় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ। এদিন মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদবরা। যদিও আগের দিনের প্রথম একাদশে কোনও বদল ঘটেনি। জোশ হেজলউডের প্রথম বলেই শুভমনের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। আম্পায়ার আউটও দিয়ে দেন। তবে ডিআরএস নিয়ে বেঁচে যান শুভমন। যদিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। তৃতীয় ওভারেই হেজলউডের বলে মিড অফে মার্শের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমন (৫)। তিন নম্বরে নেমেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু রান পেলেন না। নেথান এলিসের বলে ২ রান করে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে দুরন্ত খেলা টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যর্থ হন। পঞ্চম ওভারে হেজলউডের দ্বিতীয় বলে লোপ্পা ক্যাচ তুলেও বেঁচে যান। তবে জীবন পেলেও কাজে লাগাতে পারেননি। পরের বলেই ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন সূর্য (১)।  এক বল বাদে শূন্য রানে আউট হয়ে যান তিলক বর্মা। প্রথম পাওয়ার প্লে’র মধ্যেই চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বোলারদের সামনে কুম্ভ হয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন অভিষেক শর্মা। ঝোড়ো ব্যাট করে হেজলউডদের আত্মবিশ্বাসে চিড় ধরানোর চেষ্টা চালান। ৬ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৪০। অকারণে তিন রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে ফেরেন অক্ষর পটেল (৭)। ৮ ওভারের মধ্যে ভারতের অর্ধেক দল সাজঘরে ফিরে যায়। এর পরে হর্ষিত রানা ও অভিষেক জুটি বেঁধে বড় রানের ইনিংস গড়ার চেষ্টা চালান। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৬৯। মাত্র ২৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। ১৫ ওভারে ১০০ রান পার হয় ভারতের। তবে ১৬তম ওভারে বল করতে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন জেভিয়ার বার্টলেট। দ্বিতীয় বলে হর্ষিত রানাকে (৩৫) ফিরিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন। করিজে এসে প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন শিভম দুবে। অকারণে আগ্রাসী হতে গিয়ে পরের বলে খোঁচা মারতে গিয়ে জস ইংলিসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।

স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতে মার্কাস স্টোইনিসের বলে পরিবর্ত ফিল্ডার সিয়ান অ্যাবটের তালুবন্দি হয়ে ফেরেন কুলদীপ যাদব। ক্রিজের এক প্রান্তে একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখে ধৈর্য হারিয়ে মারতে গিয়ে নাথান এলিসের বলে সাজঘরে ফিরে যান অভিষেক। আউট হওয়ার আগে করেন ৩৭ বলে ৬৮ রান। পরের বলে রান আউট হন যশপ্রীত বুমরা (০)। পুরো ২০ ওভারও খেলতে পারল না ভারত। ১৮.৪ ওভারে অল আউট হয়ে গেল গোটা দল।  সবচেয়ে লজ্জার হল-ভারতীয় দলের আট ব্যাটার এক অঙ্কের গণ্ডি পার করতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল জোশ হেজলউড। তিনি চার ওভার হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। ভারতীয় বোলারদের আক্রমণকে নির্বিষ করে দিয়ে সচল রাখেন স্কোর বোর্ড। যদিও পঞ্চম ওভারে ধাক্কা খায় অসি শিবির। বরুণ চক্রবর্তীর লেংথ বলে জায়গা বের করে শট মারেন হেড। লং অফে থাকা তিলক বর্মা বাউন্ডারির উপর ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। ১৫ বলে ২৮ রান করে ফেরেন বরাবর ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো হেড। এর পরে ঝড় তোলেন অধিনায়ক মিচেল মার্শ। অষ্টম ওভারে কুলদীপ যাদবের বলে দুটো বিশাল ছক্কা ও দুটো চার হাঁকানোর পরে শেষ বলে আউটসাইড অফের দিকে বড় শট খেলতে যান। অভিষেক শর্মার তালুবন্দি হয়ে ফেরেন মার্শ (২৬ বলে ৪৬)। চার নম্বরে নামা টিম ডেভিড তেমন কিছু করতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে তাঁর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। আউট হওয়ার আগে করেন মাত্র এক রান। মিচেল ওয়েনের ক্যাচ ফস্কান হর্ষিত রানা। এসে বলের নীচে পৌঁছোলেও তা তালুবন্দি করতে পারেননি তিনি। দ্বাদশ ওভারে জস ইংলিসকে (২০) ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। জয়ের দোরগোড়ায় থাকা অস্ট্রেলিয়াকে ১৩তম ওভারে জোড়া ধাক্কা দেন যশপ্রীত বুমরা। প্রথমে ফিরিয়ে দেন মিচেল ওয়েনকে (১২)। পরের বলে ম্যাথু শর্টকে (০)। যদিও তাতে লাভ হয়নি। ১৪তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

বিপিএলে খেলছেন না তামিম, নিলামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে আইপিএলে রাজস্থানের কোচ করা হল প্রাক্তন এই অধিনায়ককে

শামিকে দলে ফিরিয়ে আনুন, ইডেনে ভারতের লজ্জার হারের পর গম্ভীরকে পরামর্শ সৌরভের

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ