এই মুহূর্তে




আশঙ্কাই সত্যি, লখনউয়ে ঘন কুয়াশায় ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আশঙ্কাই সত্যি হল। ঘন কুয়াশার কারণে বুধবার (১৭ ডিসেম্বর) লখনউযের একানা স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেল। রাত ৯টা বেজে ২৫ মিনিটে শেষ বার মাঠ পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা করেন দুই আম্পায়ার। যদিও কেন তিন ঘন্টা সময় আপেক্ষা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে আগামী  শুক্রবার (১৯ ডিসেম্বর) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা পঞ্চম ম্যাচেই সিরিজের নিষ্পত্তি হবে। উল্লেখ্য, চলতি সিরিজে সূর্যকুমার যাদবরা ২-১ ব্যবধানে এগিয়ে।

এদিন চতুর্থ ম্যাচের জন্য সন্ধে সাড়ে ছয়টায় টস হওয়ার কথা ছিল। তার আগেই অবশ্য ঘন কুয়াশায় ঢেকে যায় স্টেডিয়াম চত্বর। ফলে নির্ধারিত সময়ে টস করতে পারেননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও আইডেন মার্করাম। দুই আম্পায়ার জানিয়ে দেন সন্ধে ছয়টা বেজে ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেবেন। ৬টা ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়ারেরা। তাঁরা জানান, কুয়াশার কারণে দৃশ্যমানতা ভীষণ কম। আবার সাড়ে সাতটায় মাঠ পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সাড়ে সাতটার সময়ে ফের মাঠে হাজির হন দুই আম্পায়ার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাঝমাঠে থাকা ক্রিজ পরিদর্শনের চেষ্টা করে ব্যর্থ হন। তখনও গোটা মাঠ ছিল কুয়াশায় ঢাকা। খেলা শুরু করার মতো পরিস্থিতি না থাকায় রাত আটটায় ফের মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেন। কিন্তু পরিস্থিতি এক ইঞ্চিও বদলায়নি। ফের টস করার সময় পিছিয়ে দেন দুই আম্পায়ার। জানান সাড়ে আটটায় মাঠ ফের পরিদর্শন করবেন। পিচের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য শতরঞ্জি দিয়ে ঢেকে দেওয়া হয়।

আম্পায়াররা যখন দফায়-দফায় মাঠ পরিদর্শন করছেন তখনই মাস্ক পরিহিত অবস্থায় গা ঘামাতে দেখা যায় ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে। নিমিষেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কুয়াশার কারণে ভারতীয় খেলোয়াড়দের চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। রাত সাড়ে আটটায় মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট না হওয়ায় আম্পায়াররা ফের জানিয়ে দেন, রাত নয়টায় ফের চেষ্টা করা হবে। তখনও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি না ঘটায় জানিয়ে দেওয়া হয় রাত নয়টা বেজে ২৫ মিনিটে একবার শেষ চেষ্টা করা হবে। টানা ছয়বার মাঠ পরিদর্শন করেও খেলা শুরু করার মতো আনুকুল পরিস্থিতি না থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ত্রাসীদের গুলিতে বান্ধবী-সহ ঝাঁঁঝরা ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়

ফুটবল বিশ্বকাপজয়ী দল প্রাইজ মানি পাবে ৪৫১ কোটি, বাকি দলগুলির ভাগ্যে কত?

চার পেনাল্টি রুখে দিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন গোলরক্ষক সাফোনভ

এমবাপের জোড়া গোলে জয়ী রিয়াল মাদ্রিদ, পৌঁছালেন রোনাল্ডোর রেকর্ডের কাছাকাছি

ঘন কুয়াশায় লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে সংশয়

টি টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কেকেআরের স্পিনার, ভাঙলেন বুমরাহের রেকর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ