এই মুহূর্তে




হারারেতে অভিষেক ঝড়, জিম্বাবোয়েকে ২৩৫ রানের লক্ষ্য দিল ভারত




নিজস্ব প্রতিনিধি, হারারেতে: ২৪ ঘন্টাতেই বদলে গেল চিত্র। শনিবার ব্যাটারদের ব্যর্থতায় জিম্বাবোয়ের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে লজ্জার হার হজম করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর রবিবার সেই ব্যাটাররাই জ্বলে উঠলেন। অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলল ভারত। ৪৬ বলেই শতরান পূর্ণ করেন অভিষেক। জিম্বাবোয়ের কোনও বোলারই দাগ কাটতে পারেননি।

টস ভাগ্য ভাল বলতে হবে শুভমন গিলের। এদিনও টসে জেতেন তিনি। তবে আগের দিন পরে ব্যাট করতে গিয়ে তাসের ঘরের মতো ব্যাটিং অর্ডার ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা খুব একটা সুখকর হয়নি টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির বল মিড অনে খেলতে গিয়ে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এদিন মাত্র ২ রান করেছেন ভারত অধিনায়ক। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন প্রথম ম্যাচে শূন্য করা অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। তবে অভিষেক হাত খুলে মারার চেষ্টা করলেও মাথা ঠাণ্ডা করে ব্যাট করতে থাকেন রুতুরাজ। প্রথম পাওয়ার প্লে-তে ভারতের রান দাঁড়ায় মাত্র ৩৬। ছক্কা মেরে ৫০ পূর্ণ করেন অভিষেক। ৩৩ বলে অর্ধশতরান করলেন ভারতের বাঁহাতি ওপেনার।

অর্ধশতরান পূর্ণ হওয়ার পরেই তাণ্ডব শুরু করে দেন অভিষেক। ডিয়ন মেয়ার্সের এক ওভারেই ২৮ রান নেন। নির্দয়ভাবে মার খেয়ে লাইন লেংথ হারিয়ে ফেলেন সিকান্দর রাজা-ওয়েলিংটন মাসাকাদজারা। ৬৬ বলেই জুটিতে শতরান সংগ্রহ হয়। পর পর তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে মাত্র ৪৬ বলেই নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান করলেন অভিষেক শর্মা। ৫০ রান থেকে ১০০ রান করতে মাত্র ১৩ বল নিলেন তিনি। পর পর তিন বলে তিন ছক্কায় শতরান করেন অভিষেক। তবে শতরান পূর্ণ করার পরের বলেই ফিরে যান। অভিষেক ফেরার পরে হাত খুলে মারতে থাকেন রুতুরাজ ও রিঙ্কু সিংহ। ৩৮ বলে ৫০ রান পূর্ণ করেন রুতুরাজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। রুতুরাজ ৭৭ ও রিঙ্কু সিংহ ৪৮ রানে অপরাজিত থাকলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট সুখবর টিম ইন্ডিয়ার, ছয় বছর বাদে ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্মৃতি মান্ধানা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এক ম্যাচে ৩টি সুপার ওভার, কোন ম্যাচে ঘটল এমন বেনজির ঘটনা?

৫ বলে ৫ উইকেট, নয়া কীর্তি গড়লেন লখনউয়ের স্পিনার দিগবেশ রাঠি

আইপিএলে দল পাননি, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ‘অবজ্ঞার’ জবাব ক্যারিবীয় ক্রিকেটারের

ফের মুখোমুখি ভারত পাকিস্তান! ২২ গজের মহাযুদ্ধে কে মাত দেবে?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ