এই মুহূর্তে




ইডেনে মঙ্গলে পন্থদের মুখোমুখি রাহানেরা, জিততে মরিয়া দুই শিবির




নিজস্ব প্রতিনিধি: দুই দলই চলতি আইপিএলে চারটি করে ম্যাচ খেলেছে। দুটিতে জিতেছে। দুটিতে হেরেছে। চার পয়েন্ট করে পেলেও নেট রান রেটের নিরিখে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে ঋষভ পন্থদের হারাতে মরিয়া হয়েই যে ঝাঁপাবে নাইটরা, তা বলাই বাহুল্য। তবে অজিঙ্ক রাহানেদের জয়ের স্বাদ ‘তেতো’ করার লক্ষ্য নিয়েই কলকাতায় পা দিয়েছেন ঋষভ পন্থরা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ইডেন গার্ডেন্সে দ্বৈরথে শেষ পর্যন্ত কারা জয়ী হয়, তাই দেখার।

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের ধারাবাহিতার বড্ড অভাব চোখে পড়েছে। কোনও দলেরই উপরের সারির ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারছেন না। কলকাতার সুনীল নারাইন-কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেলরা এখনও প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি। অধিনায়ক অজিঙ্ক রাহানেরও একই অবস্থা। একমাত্র অঙ্গকৃশ রঘুবংশী ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন। আগের ম্যাচে পৌনে ২৪ কোটির বেঙ্কটেশ আইয়ার অবশ্য রান পেয়েছেন। রিঙ্কু সিংহও রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এদের মধ্যে একজজন দাঁড়িয়ে গেলে লখনউয়ের কপালে দুর্ভোগ জুটবে। বল হাতে আগের ম্যাচে বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী জ্বলে উঠেছেন বটে, কিন্তু সুনীল নারাইন-হর্ষিত রানা-আন্দ্রে রাসেলদের ভেল্কি এখনও দেখা যায়নি।

অন্যদিকে একই দশা লখনউ সুপার জায়ান্টসেরও। ২৭ কোটির খেলোয়াড় তথা দলের অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চলছে। চার ম্যাচে মাত্র ১৯ রান করেছেন। নিকোলাস পুরান, মিচেল মার্শ, আইডেন মার্করাম, ডেভিড মিলারদের মতো ব্যাটার রয়েছে দলে। যারা ছন্দে থাকলে বিপক্ষের বোলারদের আক্রমণ ভোঁতা করে বড় রানের ইনিংস গড়তে পারেন। শার্দূল ঠাকুর, দিগবেশ সিংহ, আকাশদীপ, আবেশ খান, রবি বিষ্ণোইরা বল হাতে বিক্ষিপ্তভাবে জ্বলে উঠছেন। তাদেরও ধারাবাহিকতার অভাব বড্ড চোখে পড়ছে।

মুখোমুখি সাক্ষা‍ৎকারে কলকাতার চেয়ে সামান্য এগিয়ে লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে লখনউ। আর দুই বার কলকাতা। প্রথম তিন সাক্ষাতে জিতেছে লখনউ। তবে গত বছর দু’বারই জিতেছে নাইটরা। ইডেন গার্ডেন্সে শেষ সাক্ষা‍ৎকারে কলকাতা জিতেছিল আট উইকেটে। ওই ম্যাচে অপরাজিত ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন ফিল সল্ট। তাছাড়া অধিনায়ক শ্রেয়স আইয়ার করেছিলেন অপরাজিত ৩৮ রান। মিচেল স্টার্ক তিন উইকেট নিয়ে লখনউকে ১৬১ রানে বেঁধে রাখতে বড় ভূমিকা নিয়েছিলেন। ওই ম্যাচে জয়ের তিন খেলোয়াড়ই অবশ্য এবার কলকাতা দলে নেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্লে-অফের দৌড়ে টিকে থাকার  ক্ষীণ আশা নিয়ে পঞ্জাবের মুখোমুখি চেন্নাই

রাতারাতি সিদ্ধান্ত বদল, ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কিন্তু কেন?

চেন্নাই-পঞ্জাব ম্যাচে ভাঙতে পারে একাধিক রেকর্ড, নজরে ধোনি, জাদেজা ও স্টোইনিস

বিরাটের হয়ে ব্যাট ধরলেন দাদা বিকাশ, মঞ্জরেকরের টিপ্পনির মোক্ষম জবাব দিলেন

অক্ষরের বাম এবং রাহানের ডান হাতে গুরুতর চোট, এখন কেমন আছেন IPL-এর দুই অধিনায়ক?

ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে চড় কুলদীপ যাদবের, ফেরাল হরভজন-শ্রীশান্তের  স্মৃতি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর