এই মুহূর্তে

শেষ ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে দুরমুশ করে ঐতিহাসিক জয় ইতালির

নিজস্ব প্রতিনিধি: শেষ ওভারে ৩ ছক্কায় বাজিমাত। আয়ারল্যান্ডকে স্তব্ধ করে অবিস্মরণীয় জয় পেল ইতালি। আর ইতালির এই জয়ের প্রধান কান্ডারি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার গ্র্যান্ট স্টুয়ার্ট। কারণ সোমবার (২৬ জানুয়ারি) দুবাইয়ে ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইতালির T-20 সিরিজের শেষ ম্যাচ। তাই প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে। কেননা আইসিসির পূর্ণ সদস্য কোনও দলের বিপক্ষে ইউরোপের এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। তাই ইউরোপের সিরিজটা ইতালির জন্য মাইলফলকের ছিল। যদিও তিন সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছিল দলটি, তাই এই ম্যাচটিই ছিল ইতালির শেষ সুযোগ। অবশেষে আয়ারল্যান্ডকে স্তব্ধ করে অবিস্মরণীয় জিত পেল ইতালি। আর চওড়া ব্যাটে ইতালিকে জয় এনে দিলেন ইতালির দাপুটে অলরাউন্ডার গ্র্যান্ড স্টুয়ার্ট।

এদিন জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। আর তা পূরণ করতে গ্র্যান্ট স্টুয়ার্টের লাগল মাত্র তিন বল। ব‍্যারি ম‍্যাককার্থির তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ইতালিকে স্মরণীয় জয় এনে দিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতালি ৪ উইকেটে জয় পেয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু আইসিসি T20 বিশ্বকাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। যদিও তাঁদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইতালি। এদিন টসে হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড।

দুই বল বাকি থাকতে ১৫৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তিন বল হাতে রেখেই সেই রান ইতালি পেরিয়ে যায়। শেষ চার ওভারে ইতালির প্রয়োজন ছিল ৪৬ রান আর শেষ দুই ওভারে ৩০। একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৭ বলে ২০ রানে। এরপর ১৯ ওভারের শেষ বলে মার্ক অ্যাডায়ার এর বলে চার মারেন মার্কাস কাম্পোপিয়ানো। এবং শেষ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা মেরে দলকে জয়ী করেন স্টুয়ার্ট। সাত নম্বরে নেমে ৪ ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সী ইতালির এই অলরাউন্ডার। আর এই ম্যাচ জেতার ফলেই আইসিসি টি টোয়েন্টিতে উঠল ইতালি। বাছাইপর্বের চ্যালেঞ্জ উতরে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল চারবারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি। টি-টোয়েন্টির ‘সি’ গ্রুপের অন্য তিন দল হল, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানুষদের জন্য কাজ করা নেতাকে হারালাম’, অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের

কঠোর শাস্তির মুখে জেমিমা রদ্রিগেজ! দিতে হবে বড় অঙ্কের জরিমানা, কি এমন করলেন ডব্লিউপিএলে?

একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, পাকড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ