এই মুহূর্তে




এমবাপের জোড়া গোলে জয়ী রিয়াল মাদ্রিদ, পৌঁছালেন রোনাল্ডোর রেকর্ডের কাছাকাছি

নিজস্ব প্রতিনিধি: এমবাপের জোড়া গোলে আবারও জয়ী হল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে, কিলিয়ান এমবাপে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৮টি গোল করেছেন, যা ক্লাবের হয়ে একটি ক্যালেন্ডার বছরে সর্বাধিক গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্ট্রাইকের কাছাকাছি। স্পেনের তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোল করেন।

রিয়ালকে জেতাতে দুবার গোল করার পর, এক ক্যালেন্ডার বছরে রিয়াল মাদ্রিদের খেলোয়ার রোনাল্ডোর সর্বাধিক গোলের রেকর্ডের সমান হতে আর মাত্র এক গোল করতে হবে এমবাপেকে। ২৬ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড় ২০২৫ সালে তাঁর ৫৭তম এবং ৫৮তম গোল করেন। অন্যদিকে ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দোর আত্মঘাতী গোলের মাধ্যমে রিয়ালের জয় নিশ্চিত হয় । বুধবার তৃতীয় স্তরের তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ কাপের শেষ ১৬-এর টিকিট নিশ্চিত করে। প্রাক্তন প্যারিস সেন্ট-জার্মেই এবং এএস মোনাকো ফরোয়ার্ডের জোড়া গোল এমবাপেকে ২০১৩ সাল থেকে রোনাল্ডোর ৫৯ গোলের কাছাকাছি নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: যুবভারতী থেকে শিক্ষা নিয়ে ইডেন গার্ডেন্সের বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করেছে কলকাতা পুলিশ

খেলা শুরুর আগে রিয়াল কোচ জাবি আলোনসো একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম এবং অঁরেলিয়ে চুয়ামেনির মতো তারকারা শুরুর একাদশে ছিলেন না। আন্দ্রে লুনিন গোলরক্ষক থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্ট সামলানোর দায়িত্ব পান। ম্যাচে রিয়াল মাদ্রিদ অধিকাংশ সময়ে বল নিজেরদের দখলে রাখলেও সুযোগ পেলেই পাল্টা আক্রমণ চালিয়েছে তালাভেরা । ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেডলক ভাঙেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তালাভেরা ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে। ৮০ মিনিটে নাহুয়েল আরোয়ো মাজোরার ব্যবধান কমিয়ে স্কোর ২-১ এ নামিয়ে আনে। সেই গোলের ঠিক ৮ মিনিট পর মিনিট পর অর্থাৎ ৮৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে এক জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এতেই রিয়াল ৩-১ এ এগিয়ে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ত্রাসীদের গুলিতে বান্ধবী-সহ ঝাঁঁঝরা ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়

ফুটবল বিশ্বকাপজয়ী দল প্রাইজ মানি পাবে ৪৫১ কোটি, বাকি দলগুলির ভাগ্যে কত?

চার পেনাল্টি রুখে দিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন গোলরক্ষক সাফোনভ

আশঙ্কাই সত্যি, লখনউয়ে ঘন কুয়াশায় ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ঘন কুয়াশায় লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে সংশয়

টি টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কেকেআরের স্পিনার, ভাঙলেন বুমরাহের রেকর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ