নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, সেটা হল ‘ক্যাচেস উইন ম্যাচেস’। শুক্রবার দুবাইতে সেই ক্যাচ না ধরতে পারেই ডোবাল কলকাতা নাইট রাইডার্সকে। কখনও অধিনায়ক মরগান, কখনও দীনেশ কার্তিক। আর শেষ ওভারে হাতের ক্যাচ ফেলে পঞ্জাবকে জিতিয়ে দিলেন রাহুল ত্রিপাঠী।
না, এমনটা কখনওই কাম্য নয়। বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ, যার ওপর নির্ভর করছে প্লে-অফে যাওয়া। আর সেই ম্যাচেই কিনা এমন জঘন্য ফিল্ডিংয়ের নিদর্শন! সত্যি ভাবলেও অবাক লাগে। একবার নয়, তিন থেকে চারবার হাতের ক্যাচ ফেলে পঞ্জাব কিংসের জয়ের রাস্তাটা সহজ করে দিল কেকেআরের ক্রিকেটাররা।
শেষ ওভারে ম্যাচ জিতল প্রীতি জিন্টার দল। ৫ উইকেটে কলকাতাকে হারাল তারা। সেইসঙ্গে প্লে-অফের আশাটাও জিইয়ে রাখল কে এল রাহুল অ্যান্ড কোম্পানি। আর নাইটদের হারের ফলে দ্বিতীয় দল হিসেবে প্লেঅফে পা রাখল দিল্লি ক্যাপিটালস (১৬ পয়েন্ট)।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক রাহুল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে নাইটরা। ৪৯ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব। সর্বাধিক ৬৭ রানের ইনিংস খেলেন রাহুল। নাইটদের হয়ে সর্বাধিক ২টি উইকেট পান বরুণ চক্রবর্তী।