এই মুহূর্তে




ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা




নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক ঋষভ পন্থ দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেন্ট কাউন্টি গ্রাউন্ডে প্র্যাকটিস সেশনে তিনি এমন বিশাল ছক্কা হাঁকিয়েছেন, যা বাউন্ডারি ছাড়িয়ে অনেক দূরে গিয়ে পড়েছে। এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পন্থের কিছু শট কাছাকাছি সরকারি ভবনের ছাদে, বারান্দায় এবং লনে গিয়ে পড়েছে। এমনও হয়েছে যে একটি বল বারান্দার ছাউনিতে আটকে গিয়েছিল। স্থানীয় নিয়মের কারণে ভারতীয় সাপোর্ট স্টাফ সরাসরি সেটি আনতে পারেনি। শেষমেশ একজন কর্মকর্তাকে বিশেষ অনুমতি নিয়ে বলটি আনতে যেতে হয়েছে!

স্টেডিয়ামের ছাদে গর্ত!

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ঋষভ পন্থ প্র্যাকটিসের সময় এমন একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন, যা স্টেডিয়ামের ছাদে গিয়ে গর্ত করে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে পন্থ শুধু ব্যাট হাতে বিধ্বংসীই নন, তিনি যে কোনও  প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ হতে পারেন।

নির্বাচকদের প্রশংসা

ভারতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর তো পন্থের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, “গত চার-পাঁচ বছরে পন্থ আমাদের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। উইকেটরক্ষক হিসেবে তিনি খেলাটাকে খুব ভালভাবে বোঝেন, আর তাই তিনি শুভমন গিলের  সহ-অধিনায়ক।” পন্থের অভিজ্ঞতা এবং দক্ষতা তাকে দলের জন্য বড় সম্পদ করে তুলেছে। বিশেষ করে যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তখন পন্থের কাঁধে ব্যাটিং লাইনআপকে নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্ব এসে পড়েছে।

ইংল্যান্ডে ভারতের চ্যালেঞ্জ

ভারতীয় দল ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার শুভমন গিলের নেতৃত্বে দলটি সেই ইতিহাস বদলাতে মরিয়া। পন্থের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে, তিনি এই সিরিজে বড় ভূমিকা পালন করবেন। তবে সদ্য সমাপ্ত আইপিএলের আসরে পন্থের পারফরম্যান্স তেমন ভাল ছিল না। তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু দলটি সপ্তম স্থান পায়। তবে প্র্যাকটিসে তার ব্যাটিং দেখে মনে হচ্ছে, লাল বলের ক্রিকেটে তিনি দারুণভাবে ফিরে আসতে পারেন।

ভারতীয় টেস্ট দল

ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে রয়েছেন: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব। এই শক্তিশালী দল নিয়ে ভারত ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়তে চায়।

কেন্টের পাড়ায় হইচই

পন্থের ছক্কা শুধু মাঠেই নয়, পুরো কেন্টের পাড়ায় হইচই ফেলে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে দেখেছেন, কীভাবে একটি ক্রিকেট বল তাদের ছাদে বা বারান্দায় এসে পড়ছে। এই ঘটনা শুধু পন্থের শক্তির প্রমাণই নয়, তার আগ্রাসী ব্যাটিং স্টাইলেরও নিদর্শন। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, টেস্ট সিরিজে পন্থের পারফরম্যান্স দেখবে বলে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ