এই মুহূর্তে




সিডনির হাসপাতাল থেকে থেকে ছাড়া পেলেন শ্রেয়াস আইয়ার, কবে ফিরছেন ভারতে?

নিজস্ব প্রতিনিধি: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আঘাত পাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) শ্রেয়স আইয়ারের জন্য তৃতীয় মেডিকেল বুলেটিন প্রকাশ করেছে। সেখানেই দেওয়া হয়েছে বড় সুখবর। সিডনির হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ভারতের তারকা ক্রিকেটারকে। জানানো হয়েছে তিনি সুস্থ হয়ে উঠছেন।   আইয়ার নিজ দেশে  ফিরে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছেন।  সুস্থ হলেই তাঁকে ফেরানো হবে ভারত।  

ফিল্ডিং করার সময় ডানহাতি এই ব্যাটসম্যানের পাঁজরে আঘাত লেগেছিল। হর্ষিত রানার বলে  অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে আউট করার সময় আঘাত লাগে।  সেই আঘাতের কারণেই তাঁর প্লীহায় ক্ষতের সৃষ্টি হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল আইসিইউ-তে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার নিশ্চিত করেছে যে একটি ছোট অস্ত্রোপচারের পরে রক্তপাত বন্ধ করা হয়েছে এবং শ্রেয়ার এখন সুস্থ রয়েছেন। দু’দিন আগেই ক্রিকেটার নিজে তাঁর শারীরিক অবস্থার আপডেট দিয়েছিলেন। তাঁর খোঁজ রাখা র জন্য এবং চিন্তা করার জন্য অনুরাগীদের দিয়েছিলেন ধন্যবাদও।

বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, “তিনি এখন স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের  সঙ্গে বিসিসিআই মেডিকেল টিম তাঁর সুস্থতায় সন্তুষ্ট এবং আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শ্রেয়াসের চোটের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য বিসিসিআই সিডনিতে ডঃ কৌরৌশ হাগিগি এবং তাঁর দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। শ্রেয়াস ফলো-আপ পরামর্শের জন্য সিডনিতে থাকবেন এবং বিমানে ওঠার জন্য উপযুক্ত বলে বিবেচিত হলে তিনি ভারতে ফিরে আসবেন।” সূত্রের খবর, শ্রেয়াস প্রায় দুই মাসের জন্য খেলা থেকে বাইরে থাকবেন এবং ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা কম।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

বিপিএলে খেলছেন না তামিম, নিলামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে আইপিএলে রাজস্থানের কোচ করা হল প্রাক্তন এই অধিনায়ককে

শামিকে দলে ফিরিয়ে আনুন, ইডেনে ভারতের লজ্জার হারের পর গম্ভীরকে পরামর্শ সৌরভের

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ