-273ºc,
Friday, 9th June, 2023 4:20 am
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের(North Bengal) প্রধান শহর শিলিগুড়ি(Siliguri)। উত্তরবঙ্গের এই শহরটি এতদিন ধরে পরিচিত ছিল ইস্টবেঙ্গলের(East Bengal) ঘরের শহর বলে। এবার লাল-হলুদের ঘরের শহরে থাবা বসাতে চলছে চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান(Mohonbagan)। শিলিগুড়ি শহরে এবার মোহনবাগানের নামে রাস্তার নামকরণ করা হচ্ছে। তার ফলে সবুজ-মেরুণ সমর্থকদের দীর্ঘ দিনের এই দাবি মিটতে চলেছে। আগামী রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শতাব্দী প্রাচীন মোহনবাগানের ক্লাবের নামে রাস্তাটি উন্মোচন করা হবে। রাস্তাটির নামকরণ করা হচ্ছে মোহনবাগান অ্যাভিনিউ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত, রাজ্যের মন্ত্রী গৌতম দেব সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুন আরও ভালো খেলতে মরিয়া ধারা
উল্লেখ্য , শিলিগুড়ি ফ্যানস ক্লাব দীর্ঘদিন ধরে শিলিগুড়ি কর্পোরেশন কাছে তাদের প্রিয় মোহনবাগান ক্লাবের যাতে একটি রাস্তার নামকরণ করা হয়, তার দাবি তুলে আসছিল। এবার তাদের সেই ইচ্ছা বাস্তবে রূপ পেতে চলেছে। শিলিগুড়ি কর্পোরেশন-এ হেন উদ্যোগ দেখে খুশি মোহনবাগান সমর্থকরা। তবে লাল-হলুদ সমর্থকদের মন খারাপ করার কিছু নেই বলে জানান মন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর, খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের নামে রাস্তার নামকরণ করা উত্তরবঙ্গের গেটওয়ে নামে খ্যাত শিলিগুড়ি শহরে। বিশেষ সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা স্টেভিয়াম সংলগ্ন কোনও রাস্তার নামকরণ হবে ইস্টবেঙ্গলের নামে।