নিজস্ব সংবাদদাতা : চলতি বছরের আই লিগে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি কলকাতা মহমেডান স্পোর্টিং। কিবু ভিকুনার পর দলের দায়িত্ব নিয়েছেন ময়দানের আর এক প্রাক্তন মেহরাজউদ্দিন ওয়াডু। তাঁর হাত ধরেই আই লিগের শেষ সময়ে জ্বলে উঠেছে মহমেডান স্পোর্টিং।
আই লিগের পর এখন মহমেডানের নজর হচ্ছে সুপার কাপ। সেই লক্ষ্যেই সোমবার গোটা দল শহর ছাড়ল। তার আগে অবশ্য বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছে সাদা-কালো শিবির। সেই প্রস্তুতি ম্যাচের ভুল শুধরে এবার সুপার কাপে নামতে চলেছে তারা। কোচ মেহরাজও আশাবাদী তাঁর দল ভালো পারফরম্যান্স করবে। দলের প্রত্যেকেই ছন্দে আছেন। চোট-আঘাতের সমস্যা নেই বললেই চলে। দলে অভিজ্ঞতার পাশাপাশি রয়েছেন বেশ কিছু তরুণ ফুটবলারও। যাঁদের পারফরম্যান্স দেখে খুশি সাদা-কালো কর্তারাও। তাঁদের মতে, অনেকদিন বাদে দল ভালো খেলছে। প্রস্তুতি ম্যাচগুলিতেও আমরা কিছুটা হলেও তার ফল পেয়েছি। আশাকির সুপার কাপে ভালোই রেজাল্ট হবে।
মহমেডান চলতি সুপার কাপে ৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে। প্রতিপক্ষ গোকুলাম এফসি। ঘরের মাঠে গোকুলাম যে শক্ত প্রতিপক্ষ তা এক কথায় মেনে নিচ্ছেন কোচ মেহেরাজ। তবুও তাঁর আশা, খেলোড়ারা নিজেদের ১০০ শতাংশ দিতে পারলে দল অবশ্যই ভালো ফল সম্ভব।
আরও জানতে পড়ুন: সুপার কাপে ইস্টবেঙ্গলের ফল নিয়ে চিন্তায় সমর্থকরাhttps://www.eimuhurte.com/sports/super-cup-2023-emami-eastbengal-2/
এই বিষয়ে টেলিফোনে মহামেডান কর্তা বেলাল আহমেদের কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমাদের দল সুপার কাপে ভালো খেলবে। কেননা দলের সবাই ছন্দে রয়েছে। শেষ প্রস্তুতি ম্যাচে জয়টাই তার প্রমাণ।
বেলাল আহমেদের মতো একই সুর শোনা গেল আর এক কর্তা মহম্মদ কামরুদ্দিনের মুখেও। তিনি বললেন, সুপার কাপে খেলা মানেই যথেষ্ট কঠিন একটা টুর্নামেন্ট। তার জন্য যতটুকু দরকার আমরা সেইমতো অনুশীলন করেছি। প্রস্তুতি ম্যাচও খেলেছি সুপার কাপে খেলা দলগুলির বিরুদ্ধে। সেখানে যা ঘাটতি চোখে আমাদের কোচ সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করেছেন অনুশীলনের মাধ্যমে। খেলোয়াড়রাও যথেষ্ট সিরিয়াস।
এখন দেখা যাক বাকিটা ভাগ্য। কেননা, উইনিং লাকও একটা বড় ফ্যাক্টর ম্যাচ জেতা এবং ট্রফি জয়ের ক্ষেত্রে। তবে আমি এইটুকু বলতে পারি মহমেডান এবার ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়েই সুপার কাপে মাঠে নামবে।