এই মুহূর্তে




টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক গড়লেন সূর্য যাদব

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দ্বিতীয়  ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই দেড়শো ওভার বাউন্ডারি হাঁকানোর মালিক হয়ে গেলেন। ঢুকে পড়লেন রোহিত শর্মা-মুহাম্মদ ওয়াসিম-মার্টিন গাপ্টিল ও জস বাটলারদের এলিট ক্লাবে। ৮৬তম ইনিংসে মাত্র ১,৬৪৯ বল খেলেই দেড়শো ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন সূর্য।

এদিন ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা। কিন্তু চালিয়ে খেলার মাসুল দিতে হয় তরুণ ওপেনারকে। চতুর্থ ওভারেই নাথান এলিসের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে করে যান ১৪ বলে ১৯ রান। ভারতের ইনিংসের ৫ ওভারের পর শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বেশ খানিক বাদে আকাশ পরিস্কার হওআয় শুরু হয় খেলা। তবে ২০ ওভারের বদলে ম্যাচ কমে দাঁড়ায় ১৮ ওভারের। ম্যাচ শুরুর পর খেলা শুরু হলে ষষ্ঠ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয় ভারত অধিনায়ক সূর্কুমার যাদব ও  শুভমন গিল। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান দাঁড়ায় এক উইকেটে ৫৩।

বৃষ্টি নামার আতঙ্কে চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ব্যাটার। ব্যক্তিগত ১৮ রানের মাথায় জীবন ফিরে পান সূর্য। জেভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। জীবন ফিরে পেয়ে আরও বেশি আক্রমণাত্মক হন সূর্য। অজি স্পিনার নাথান এলিসের এক ওভারে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান। সেই সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ৯.৪ ওভার শেষে ভারতের রান যখন ৯৭/১, ঠিক তখনই ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ফলে ফের খেলা বন্ধ করে দেওয়া হয়। তখন সূর্যকুমার ৩৯ ও শুভমন ৩৭ রানে খেলছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ