এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুরন্ত ছন্দে থাকা গুজরাতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইটরা

নিজস্ব প্রতিনিধি: টানা তিন ম্যাচে হার, বলতে গেলে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবার জিততে না পারলে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছানোটা প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অল্পের জন্য হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার জেরে সেদিন তীরে এসে তরী ডুবেছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। মাত্র ৭ রানে হার স্বীকার করতে হয়েছিল তাদের। যেটা বলতে গেলে এখনও পর্যন্ত ভুলতে পারেনি নাইট শিবির। এরই মধ্যে সুপার স্যাটার ডে-র প্রথম ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে নামতে হবে দু’বারের চ্যাম্পিয়নদের। আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে এলেও রীতিমতো চমক দিয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলটি। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫টি তে জয় তুলে নিয়েছে তারা। আর ১০ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে।

আর গুজরাতের বিরুদ্ধে ম্যাচে নাইটদের জন্য যে কঠিন লড়াই অপেক্ষা করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যাটিং-বোলিং উভয় বিভাগ নিয়েই বেশ চিন্তায় রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। শেষ তিন ম্যাচে কলকাতার বোলারদের জঘন্য পারফরম্যান্সই হারের অন্যতম কারণ হয়ে উঠেছে। দলে ফেরানো হতে পারে অভিজ্ঞ টিম সাউদিকে। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী একেবারেই ছন্দে নেই। কিন্তু দলে ভালো স্পিনারের অভাব থাকায় তাঁকে বসাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তবে প্রতি ম্যাচেই তিনি বেশ রান দিয়ে ফেলছেন। ফর্ম হারিয়েছেন উমেশ যাদবও। সেই সঙ্গে ব্যাটিং বিভাগ নিয়েও বেশ চিন্তিত কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। গত ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানো হয়। তবে সেখানেও তিনি পুরোপুরি ব্যর্থ হন। সেই সঙ্গে নীতিশ রানা, আন্দ্রে রাসেলদের ধারাবিকতার অভাব বেশ চিন্তায় রেখেছে কেকেআর কোচকে। তবে ফিঞ্চ এবং শ্রেয়স আইয়ারের রানে ফেরাটা বেশ খানিকটা নির্ভরতা দিয়েছে কলকাতাকে। শেলডন জ্যাকসনের পরিবর্তে শনিবারের ম্যাচে দলে ঢুকতে উইকেটরক্ষক ব্যাটসম্যান পারেন বাবা ইন্দ্রজিৎ।

অন্যদিকে, ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং সবদিক থেকেই নাইটদের থেকে এগিয়ে রয়েছে গুজরাত। আর এই দলে রয়েছেন শুভমন গিল এবং লকি ফার্গুসনের মতো কেকেআরের প্রাক্তনীরা। তাঁরা এই ম্যাচে জ্বলে উঠে পুরানো দলকে জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইকে হারালেও কোন শর্তে বেঙ্গালুরু প্লে অফে, জেনে নিন

ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে অফে হায়দরাবাদ, ছিটকে গেল দিল্লি-লখনউ

টি ২০-তে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা বাড়ল বেঙ্গালুরু শিবিরে

প্লে অফে যাওয়া নিশ্চিত করতে গুজরাতের বিরুদ্ধে নামছে হায়দরাবাদ

সুনীলকে ‘ভাই’ বলে সম্মোধন, অবসরের খবর শুনে বার্তা কোহলির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর