এই মুহূর্তে




রজত পাতিদারের অধিনায়কত্বে অসন্তুষ্ট কোহলি? ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর চর্চা




নিজস্ব  প্রতিনিধি: ঘরের মাঠেই বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর ওই হারের পরেই বেঙ্গালুরু শিবিরে শুরু হয়েছে অশান্তি।  ম্যাচের মাঝেই দীনেশ কার্তিকের সঙ্গে বিরাট কোহলির আলোচচনা ক্যামেরাবন্দি হয়েছে। তাতে কোহলির শারীরিক ভাষায় অসন্তোষের ছাপ স্পষ্ট। আর এর পরেই চর্চচা শুরু হয়েছে, তাহলে কী দলের অধিনায়ক রজত পাতিদারের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ কিং কোহলি।

ম্যাচের ফলাফল

প্রথমে ব্যাট করে RCB তোলে মাত্র ১৬৩ রান, যেখানে ফিল সল্ট ঝড়ো শুরু এনে দিলেও মিডল অর্ডারের ভরাডুবি স্কোর বোর্ডকে স্লথ করে দেয়। বিরাট কোহলি করেন মাত্র ২২ রান, আর নতুন অধিনায়ক রজত পাতিদার করেন ২৫। শেষ দিকে টিম ডেভিড-এর অপরাজিত ৩৭ দলের মুখ রক্ষা করে।জবাবে দিল্লি ক্যাপিটালসস শুরুতে ৩০ রানে ৩ উইকেট হারালেও কেএল রাহুলের দাপুটে ৯৩ রানের অপরাজিত ইনিংস সব পাল্টে দেয়। ত্রিস্তান স্টাবসের সঙ্গে জুটি  বেঁধে RCB বোলারদের চাপে ফেলে দেয়।

বিরাট-কার্তিক মুখোমুখি!

ম্যাচের ১৫তম ওভারে, ক্যামেরা ধরল এক বিতর্কিত মুহূর্ত। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং দীনেশ কার্তিক কথা বলছেন। বিরাট হাতের ইশারায় কিছু বোঝাতে চাইছিলেন, যা দেখে অনেকেই মনে করছেন, তিনি হয়তো অধিনায়ক রজত পাতিদারের কোন সিদ্ধান্তে খুশি নন।

এই ভিডিও রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সহবাগ কমেন্ট্রিতে বলেন, “বিরাট যদি কিছু বলতে চান, তা হলে সরাসরি অধিনায়কের সঙ্গেই বলা উচিত। এখন ওঁর ভূমিকা ভিন্ন।”

পাতিদারের জবাব

ম্যাচ শেষে রজত পাতিদার বলেন, “৮০/১ থেকে ৯০/৪-এ পড়ে যাওয়া মেনে নেওয়া যায় না। ব্যাটিং ভালো হয়নি, তবে টিম ডেভিড এবং পাওয়ারপ্লে-তে আমাদের বোলিং ভালো ছিল।” যদিও তিনি বিরাট-এর আচরণ নিয়ে কোনও মন্তব্য করেননি।

ফ্যানদের প্রতিক্রিয়া

এই ঘটনা নিয়ে ফ্যানদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, “বিরাট এখনও দলের প্রতি আবেগপ্রবণ, তাই হয়তো কিছু বলেছিলেন।” আবার কেউ বলছেন, “এটা মাঠের উত্তেজনার অংশ, বড় কিছু না।” এক ফ্যান লিখেছেন, “বিরাটের আবেগই ওঁকে বিরাট করেছে, তবে নেতৃত্ব এখন রজতের হাতে।”

এই হারের পরও RCB ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অধিনায়ক রজত পাতিদার-এর নেতৃত্বে দল KKR, CSK আর MI-র মতো দলকে হারিয়েছে। কিন্তু হোম গ্রাউন্ডে টানা হার চিন্তার বিষয়।

আগামী রবিবার জয়পুরে RCB মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস-এর। দলের ঘুরে দাঁড়ানো নিয়ে এখন চিন্তা দলের অন্দরে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পঞ্জাব বনাম বেঙ্গালুরুর ম্যাচ শেষ হতেই মাঠে শ্রেয়সের সঙ্গে বিরাট কোহলির তর্কাতর্কি!

‘দাতব্য করার জায়গা নয়’, তরুণ খেলোয়াড়দের উপরে রাজস্থান রয়্যালসের বাজিতে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রত্যাবর্তন ‘অবাধ্য’ ২ ক্রিকেটারের, কারা ঢুকলেন?

বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা, কী নজির গড়লেন “হিটম্যান”?

ইডেনে আজ হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি কেকেআর-গুজরাত, বাজিমাত করবে কে?

রোহিত-সূর্যের দাপটে চেন্নাইকে দুরমুশ করে জয়ী মুম্বই

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর