এই মুহূর্তে

মেয়েদের প্রিমিয়ার লিগে ঝড় তোলা লাস্যময়ী সঞ্চালিকা ইয়াশা সাগর কে?

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে মেয়েদের প্রিমিয়ার লিগ (WPL)-এর চতুর্থ আসর। যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি করেছে। মেয়েদের বিশ্বকাপ জয়ের পরেই এই T20 লিগ নিয়ে আলাদা আগ্রহ দেখাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ৫ ফেব্রুয়ারি ওম্যান প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ভাদোদরায়। এ বছর WPL-এ সঞ্চালনার ভূমিকায় রয়েছেন কানাডিয়ান সুন্দরী ইয়াশা সাগর। WPL-এর সুবাদে এখন আলোচনায় রয়েছেন তিনি। তাঁর অসাধারণ সৌন্দর্য পাগল করে তুলেছে সমাজমাধ্যমকে। হট হট অবতারে ভাইরাল তাঁর ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। সেই কারণে ইয়াশা সাগরের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী দর্শকরা। কে তিনি?

ইয়াশার ইনস্টাগ্রামে ১২ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। WPL ২০২৬-এর উদ্বোধনী খেলায় ইয়াশার দুর্দান্ত সঞ্চালনা মুগ্ধ করেছে সকলকে। ক্যামেরার সামনে তিনি রীতিমতো আত্মবিশাসের ফুলঝুরি। সেই কারণে তাৎক্ষণিকভাবে সকলের নজরে রয়েছেন ইয়াশা। সকলে তাঁর বিষয়ে ইতিমধ্যেই গুগলে অনুসন্ধান শুরু করেছেন। এমনকী ‘WPL Anchor Viral Video’ একটি সার্চ ট্রেন্ডিং কীওয়ার্ড হয়ে দাঁড়িয়েছে। তবে কানাডিয়ান এই মডেল সঞ্চালনার জগতে নতুন নন। তিনি এর আগে IPL, গ্লোবাল T20, কানাডা লিগের মতো টুর্নামেন্টের সঞ্চালনা করেছেন। এছাড়া ভারতের টেনিস টুর্নামেন্টেরও সঞ্চালনা করেছেন। তবে জানলে অবাক হবেন, তিনি ভারত-কানাডার পাশাপাশি গতবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও (BPL) সঞ্চালনা করেছেন। বিপিএলের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তিনি। চিটাগাং কিংসের উপস্থাপক ছিলেন তিনি।

কিন্তু BPL আসরের শেষ পর্যায়ে তিনি আচমকা অন্তরালে চলে গিয়েছিলেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরে জানা যায়, চিটাগাং কিংসের সঙ্গে তিনি চুক্তি লঙ্ঘন করে ছিলেন, তাই তাঁকে আইনি নোটিশ ধরানো হয়েছিল। তাই আড়ালে চলে যান তিনি। নোটিশে বলা হয়েছিল, গত বছরের ১০ ডিসেম্বর ইয়াশা সাগরের সঙ্গে চিটাগাং কিংসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে উপস্থাপনার পাশাপাশি স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের শর্ত অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চুক্তির ৯ নম্বর ধারায় উল্লেখিত শর্ত লঙ্ঘন করেছেন ইয়াশা। এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন তিনি। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি। স্পন্সর শুট এবং প্রোমোশনাল শুট সম্পন্ন করেননি। যার ফলে চিটাগাং কিংস আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে, তাদের সুনামেরও ক্ষতি হয়। তাই তাঁকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়া গতবছর তাঁকে বাংলাদেশে সেলফি তোলার নামে হয়রানি করা হয়েছিল। তা নিয়েও তিনি শিরোনামে এসেছিলেন। তবে এখন তিনি পুরোপুরি ভারতের বিভিন্ন টুর্নামেন্টের সঞ্চালিকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক বছর আগেই ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার, কেন?

ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, ভাঙলেন বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জঙ্গিদের গুলি থেকে রক্ষা পাওয়া এই ক্রিকেটার

৯ রানে নিলেন ৫ উইকেট, বিপিএলে রেকর্ড গড়লেন শরীফুল

লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের রেকর্ড করা আমান মোখাদেকে চেনেন?

লন্ডন নয়, দেশেই পাকাপাকি বসবাস! আলিবাগে ৩৭ কোটি দিয়ে বিশাল জমি কিনলেন বিরাট-অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ