এই মুহূর্তে




জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,দিঘাগামী পর্যটকদের গাড়ি আটকে রয়েছে ,ব্যাপক যানজট

নিজস্ব প্রতিনিধি,কাঁথি:জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,অবরুদ্ধ জাতীয় সড়ক।দিঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রীজ(Bridge) ।ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। শনিবার দুপুর ১ টা নাগাদ ভেঙে পড়ে ব্রীজ। রাস্তা দুপাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি। ঘটনার স্থলে পৌঁছায় মারিশদা থানা পুলিশ থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।প্রশাসনের দাবি অতি বৃষ্টির দরুন ওই জাতীয় সড়কে থাকা সেতুটিতে ফাটল দেখা যায়। মেরামতি করার সময় তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শনিবার হওয়ায় আটকে পড়ে বহু পর্যটকের গাড়ি।স্থানীয় মানুষজনরা জানান, শুক্রবার রাত থেকেই ফাটল দেখা দিয়েছিল ওই সেতুতে। রাতেই ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান।

এরপর শনিবার সকাল থেকে যে অংশে ফাটল দেখা দিয়েছিল সেই অংশটি রেলিং গার্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। মেরামতির কাজ শুরু হয়েছিল। ফাটলের অংশটি বাদ দিয়ে বাকি অংশ দিয়ে গাড়ি চলাচল করছিল। কিন্তু মেরামতির সময় হঠাৎ গোটা সেতুটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় গাড়ি যদি ওই সেতুর ওপর থাকত তা নিচে পড়ে যেত। বড় বিপদের হাত থেকে রক্ষা পায় গাড়িচালকরা। ফলে দিঘা থেকে নন্দকুমারের দিকে যাওয়ার জাতীয় সড়কের(National High Way) দুপাশের সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়।

যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দাবি যেহেতু শনিবার এই দুর্ঘটনা ঘটেছে। পুজোর মৌসুমে রবিবার অনেকেই যাচ্ছিলেন দিঘার(Digha) উদ্দেশ্যে। আপ্রাণ চেষ্টা হচ্ছে শনিবার সন্ধ্যের মধ্যে ট্রাফিক চলাচলের উপযুক্ত করে ওই ব্রিজের মেরামতির কাজ সম্পূর্ণ করা। তবে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দিঘা মুখি যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটর্সদের, কিন্তু কেন…

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ