এই মুহূর্তে




বিপর্যয় কাটিয়ে পর্যটকদের জন্য চালু জলদাপাড়া জাতীয় উদ্যান

নিজস্ব প্রতিনিধি, জলদাপাড়া : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। কয়েকদিন আগেও খবরে শুধু দেখা যাচ্ছিল বিপর্যয়ের ছবি। বাড়ি, ঘর ধুয়ে মুছে সাফ হয়ে যেতে দেখা গিয়েছে। গণ্ডার, হরিণ, হাতি, বাইসন, চিতাকে ভেসে যেতে দেখা গিয়েছে। বিপর্যস্ত হয়েছিল বন্যপ্রাণও। তাঁদের অনেককেই উদ্ধার করা গিয়েছে। প্রাণও হারিয়েছে বেশ কিছু। এই অবস্থায় মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে পর্যটনস্থলগুলো।গত মঙ্গলবার খুলে গিয়েছে বক্সা। শুক্রবার সকালে খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান।

৪টি রুটে সাফারি চললেও, এখন ৩টি রুটে সাফারি চালিয়েছে বন দফতর। শুক্রবার সকাল থেকে সাফারি শুরু হয়েছে শালকুমার-জলদাপাড়া, কোদাল বস্তি এবং চিলাপাতায়। সবথেকে গুরুত্বপূর্ণ রুট হলং। সেখানে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে পর্যটন বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে তা চালু করার ভাবনা চিন্তা রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে জানানো হয়েছে, জলদাপাড়ার লাইফলাইন তোর্ষা। প্রবল বৃষ্টির কারণে এই নদীতেই বন্যা হয়েছে। গণ্ডারদের জঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে। বন দফতরের সঙ্গে স্থানীয় মানুষও বন্যপ্রাণ উদ্ধারে হাত লাগিয়েছে। দ্রুত ব্রিজ তৈরির কাজ চলছে।ওই রাস্তা যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

শুক্রবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান খুলে দেওয়ার পর পর্যটকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিপর্যের পরেও এত পরিমাণ পর্যটক হওয়া সত্যি অবাক করার মতো ঘটনা। জলদাপাড়াতে ঘুরে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তাঁরা। ভুটান থেকে আসা জল শিলতোর্সা, শিসামারা ও হলং সহ একাধিক নদীকে ভাসিয়ে দিয়েছে। তার প্রভাব পড়েছে জলদাপাড়ায়। রীতিমত ধ্বংস হয়েছে এই জাতীয় উদ্যান। পলি জমে গিয়ে সবুজ বনভূমির চেহারাই গিয়েছে বদলে। তারপরেও মানুষের অনিচ্ছা নেই। সমস্ত বিপর্যয় কাটিয়ে সাফারি শুরুব হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ