এই মুহূর্তে




TMCP’র ৫ চিকিৎসক পড়ুয়াকে Dis-Collegiate, চুরমার ডাক্তার হওয়ার স্বপ্ন

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন দুর্নীতি ও অপরাধ রোধে ধর্ম, বর্ণ, রাজনীতির রঙ উপেক্ষা করে কড়া পদক্ষেপ করা হবে। সেই একই সতর্কতা বার বার শোনা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মুখেও। তারই নির্যাস ছিল উত্তরবঙ্গে সরকারি জমি লুঠের ঘটনায় তৃণমূলেরই একাধিক নেতা গ্রেফতার হওয়ার ঘটনা। সেই নিরপেক্ষ প্রশাসন যে শিরদাঁড়া সোজা রেখেই যাবতীয় ঘটনার জন্য পদক্ষেপ করবে, এবার তার আরও একটা বড় নিদর্শন হয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল(North Bengal Medical College and Hospital)। কেননা এই হাসপাতালের ৫জন ছাত্রকে যারা কিনা তৃণমূলের ছাত্র সংগঠন TMCP’র সদস্য তাঁদের Dis-Collegiate করে দেওয়া হয়েছে। যার অর্থ, এরা আর কোনওদিন দেশের কোনও মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয়ে বা চিকিৎসা শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে অংশ নিতে পারবে না। অর্থাৎ তাঁদের আর ডাক্তার হওয়ার সুযোগ থাকল না। চুরমার হয়ে গেল ডাক্তার হওয়ার স্বপ্ন।

আরও পড়ুন, বিরোধী পরিসরের দখল নিচ্ছে বামেরা, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মাঠে নামছে গেরুয়া

দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে TMCP’র কয়েকজন ছাত্রছাত্রী নিরন্তর অন্যদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের কথা না শুনলে কলেজ থেকে বহিষ্কার করানোর পাশাপাশি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। আরও ঢের অভিযোগে রীতিমতো জেরবার হচ্ছিল কর্তৃপক্ষ। গত ৪ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও ডিনকে আটকে রেখে আন্দোলনে শামিল হন পড়ুয়ারা। চাপের মুখে পড়ে রাতেই পদত্যাগ করতে বাধ্য হন ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল। এর পরেই হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গড়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন অধ্যক্ষ। সেইমতো সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে রিপোর্ট পেশ করে তদন্ত কমিটি। রিপোর্টে বেশিরভাগ অভিযোগ সঠিক প্রমাণিত হয়। তারপরে পরেই নজিরবিহীন কড়া পদক্ষেপ। ১২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।

আরও পড়ুন, বিরোধী পরিসরের দখল নিচ্ছে বামেরা, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মাঠে নামছে গেরুয়া

জানা গিয়েছে, এই ১২ জনের মধ্যে ৩জন Group-A Officer, ৩জন House Staff, ১জন Intern এবং ৫জন পড়ুয়া। যে ৩জন Group-A Officer’র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তাঁদের ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিষয়টি রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার কাছে পাঠানো হয়েছে। যে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। তার আগে অবশ্য সোমবার তদন্ত কমিটি কলেজ কাউন্সিলের বৈঠকে তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। সেই সকল রিপোর্ট দেখার পরেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তিনি জানিয়েছেন, ‘আমাদের কলেজ কাউন্সিলে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করার পর আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। সমস্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’ যে ৩জন House Staff’র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তাঁরা হলেন – শাহিন সরকার, সাহিনুল ইসলাম ও ঋতুরম্ভ সরকার। এদের থেকে পরিষেবা নেওয়া বন্ধ অর্থাৎ ‘Terminate’ করে দেওয়া হয়েছে। যে Intern-কে সাসপেন্ড করা হয়েছে তাঁর নাম সোহম মণ্ডল। হাউস স্টাফ ও ইন্টার্নদের বিষয়টি West Bengal Medical Council-কে জানানো হবে। তাদের আগামীতে লাইসেন্স দেওয়া হবে কিনা, তা ঠিক করবে মেডিকেল কাউন্সিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

বাড়ির ৪০০ বছরের পুজোতে আজও নস্টালজিয়ায় ভাসেন মালা রায়

রাত করে বাড়ি ফেরায় বকুনি, মাকে খুনের চেষ্টার পরেও গায়ে আগুন মেয়ের

মুখ্যমন্ত্রীকে ইমেল Joint Platform of Doctors’র, বিকালে জমায়েতের ডাক

শক্তিগড়ে পথ দুর্ঘটনার বলি চিকিৎসকের স্ত্রী ও মেয়ে

সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্মচাপ, ভাসবে গোটা বাংলা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর