এই মুহূর্তে




বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান বধূ, হয়ে গেলেন খুন

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: শনি রাতে বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক বধূর দেহ। তাঁর গলার নলি কাটা ছিল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার মেমারিতে(Memari)। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বধূকে কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করা হয়নি। স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম প্রতিমা চক্রবর্তী (৩৮)। তিনি মেমারির সুলতানপুরের বাসিন্দা। স্বামী হৃদয় চক্রবর্তী রাঁধুনির কাজ করেন। সেই সূত্রে বাইরেই থাকেন। বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান প্রতিমা। কী উদ্দেশ্যে প্রতিমাকে খুন(Housewife Murdered) করা হল, তা-ও খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ(Police)। কে বা কারা এই খুনের ঘটনা ঘটাল, তা এখনও অজানা।

জানা যাচ্ছে, শনিবার রাত ৮টা নাগাদ মেমারির চকদিঘিমোড় এলাকায় বোনের দোকানে যান প্রতিমা। তার পর বাড়ি ফিরে আসেন তিনি। রাত ১০টা নাগাদ তাঁর বোন বুলবুল মজুমদার বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন প্রতিমা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। দিদিকে ওই অবস্থায় দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে প্রতিমাকে। তবে প্রতিবেশী এবং প্রতিমার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তাঁর স্বামীকেও।  

প্রতিমার বোন বুলবুল মজুমদার জানিয়েছেন, ‘দোকান বন্ধ করে দিদির বাড়িতে ঢুকে দেখি, দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জামাইবাবু রান্নার কাজ করেন। তাই প্রায়ই বাইরে বাইরেই থাকেন। শনিবার সকালে রান্নার কাজে দিঘা গিয়েছেন।’ প্রতিমার সঙ্গে কি কারও ঝামেলা ছিল? যদিও প্রতিমার আর এক বোন সজনী চৌধুরী তা মানতে নারাজ। তাঁর কথায়, ‘দিদি অত্যন্ত ভাল মানুষ ছিল। ওর সঙ্গে কারও কখনও ঝামেলা হত না।’ আর এখানেই সন্দেহ দানা বাঁধছে। কে কোন উদ্দেশ্য নিয়ে এই খুনের ঘটনা ঘটালো সেটাই এখন খুঁজে দেখছে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁর সাইবার ক্যাফে থেকে জাল নথিপত্র তৈরির চক্রকে পাকড়াও করল পুলিশ

সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে মিলল নগ্ন পুরুষদের একাধিক ছবি , ভাবাচ্ছে গোয়েন্দাদের

বসিরহাট হাসপাতাল থেকে ১০০ মিটার দূরত্বে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের

টানা ১৫ মাস তিহাড়বাসের পরে জামিন পেলেন কেষ্ট দুহিতা সুকন্যা

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নদিয়ার একাধিক পুজো উদ্যোক্তারা শারদ উৎসবে ফিরছেন, নেবেন অনুদানও

TMCP’র ৫ চিকিৎসক পড়ুয়াকে Dis-Collegiate, চুরমার ডাক্তার হওয়ার স্বপ্ন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর