এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পরিযায়ী শ্রমিককে গাছে বেঁধে পিটিয়ে খুন গঙ্গারামপুরে

নিজস্ব প্রতিনিধি: পেশায় শ্রমিক। রাজমিস্ত্রির কাজ করেন ভিন্ন রাজ্যে। মাস খানেক আগে বাড়ি ফিরেছিলেন। সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে এলোপাথাড়ি মারধর করে একটি পরিবারের পুরুষ সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিষয়টি তখনকার মতো মিটে যায়। কিন্তু রাতে আবারও তাঁকে ডেকে পাঠানো হয় অভিযুক্ত পরিবারের বাড়িতে। আহত অবস্থাতেও সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি। তাঁকে খুঁজতে বাড়ির লোকেরা সেই বাড়িতে হানা দিতে দেখতে পান বাড়ির উঠোনে থাকা একটি গাছে হাত-পা বেঁধে রেখে তাঁকে পিটিয়ে মেরে দিয়েছে মংলু রায় ও তার বাড়ির লোকেরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুমুঠো সীমান্ত এলাকায়৷ মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম মঞ্জুরুল হোসেন (২৬)।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মংলুর কাছ থেকে কিছুদিন আগে ১২ হাজার টাকা ধার নিয়েছিলেন মঞ্জুরুল। কিন্তু হাতে কাজ না থাকায় সেই টাকা তিনি ফেরত দিতে পারেননি। সেই টাকা নিয়েই যত অশান্তির সূত্রপাত। টাকা ফেরতের জন্য এর আগেও একাধিকবার মঞ্জুরুলকে শাসিয়েছিল মংলু। ঘটনার জেরে মঞ্জুরুলের দাদা আয়ুব আলি এদিন জানান, ‘আমার ভাই বাজার থেকে বাড়ি আসছিল। আমরা তখন বাড়িতেই ছিলাম। আমরা খবর পাই রাত দেড়টা নাগাদ। গিয়ে দেখি ওর হাত পা বাঁধা। ইচ্ছে মতো পিটিয়েছে ওকে। আমরা বলেছিলাম ছেড়ে দাও, হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ছাড়েনি। যতক্ষণে নিয়ে যাই, ও শেষ। ওকে ডেকে নিয়ে গিয়েছিল নাকি ফোন করে ডেকেছিল, সেটা স্পষ্ট জানি না। ওদের বলেছিলাম, ভাইয়ের সঙ্গে কোনও সমস্যা হয়ে থাকলে, সকালে মিটিয়ে নেবেন। এখন ভাইকে নিয়ে যেতে দিন। কিন্তু বুঝিনি যে ততক্ষণে ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।’

ঘটনার জেরে পুলিশ এদিন সকালে গিয়ে মঞ্জুরুলের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এদিন সকালে পুলিশ গ্রামে গেলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কীভাবে মঞ্জুরুলের মৃত্যু হল, সঠিক তদন্তের দাবি তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেবল টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঞ্জুরুল কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

সেলিম কাঁটা উপড়ে ফেলে মুর্শিদাবাদ ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর