এই মুহূর্তে




১০০ দিনের টাকা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে, হুঙ্কার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: গত এক অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। এবার হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালতও। সোমবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে সেখানেও বলা হয়েছে ১০০ দিনের কাজ চালু করার কথা।

কেন্দ্রের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল সরকার। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই রায়ে অত্যন্ত খুশি। তিনি জানিয়েছেন কেন্দ্রের এই রায় আসলে জনগণের জিত। গণদেবতার প্রতি যা অন্যায়, বঞ্চনা কেন্দ্রীয় সরকার করেছে এই তারই জবাব। একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, তার জন্য লড়াই চালিয়েছে তৃণমূল সরকার।

 

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Banerjee (@abhishekaitc)

এই নিয়ে প্রতিবাদ জানাতে যাওয়া তৃণমূল সাংসদরা দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার হয়েছিল। মহিলা সাংসদদেরও ছাড় দেওয়া হয়। দিল্লির কৃষিভবন থেকে তাঁদের শারীরিক হেনস্থা করে বের করে দেওয়া হয়েছিল। দিল্লি থেকে বাংলা টাকা পায় নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। তারপরেই বিজেপি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তাঁদের দাবি ছিল ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডার যাতে টাকা না পায়।

শেষ পর্যন্ত জয় হল তৃণমূল সরকারের। বাংলার টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রীয় সরকারকে, ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। কিছুক্ষণের মধ্যেই তাঁরা জানান, হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যদি এই টাকা দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল।

গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। এবার হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। সোমবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে সেখানেও বলা হয়েছে ১০০ দিনের কাজ চালু করার কথা।

১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ বছর ধরে আটকে রয়েছে এই ১০০ দিনের কাজ। হাইকোর্ট বলা সত্ত্বেও ১০০ দিনের কাজ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার। ১ অগস্ট থেকে কাজ শুরুর কথা বলা হলেও, সেই কাজ শুরু হয়নি। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও লাভ হল না। সুপ্রিমকোর্টও এই কাজ চালু করার নির্দেশই বহাল রেখেছে।

১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রাজপথে প্রতিবাদও জানিয়েছেন তৃণমূলের সাংসদরা। কিন্তু তারপরেও মেলেনি বকেয়া টাকা। অবশেষে নতুন করে ১০০দিনের কাজ চালু হওয়ার এক সম্ভাবনা তৈরি হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ