এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কোচবিহারে জনজোয়ারে ভাসলেন অভিষেক, দিলেন বার্তাও

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের কটাক্ষ, তির্যক মন্তব্য, সমালোচনাকে বিন্দুমাত্র আমল না দিয়ে কোচবিহারের মাটিতে পা দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোমবার বিকালে হেলিকপ্টারে কলকাতা(Kolkata) থেকে কোচবিহারে(Coachbehar) গিয়ে পৌঁছেছেন অভিষেক। সেখানে তাঁকে স্বাগত জানান দলের জেলা নেতৃত্বরা। হেলিপ্যাড থেকে শহরের মদনমোহন মন্দির অবধি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা থাকলেও তা এড়িয়ে তৃণমূলের এই তরুণ তুর্কী বেছে নিলেন পায়ে হাঁটার পথ। আর সেই সঙ্গে ভাসলেন জনস্রোতে। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি সড়ক পথেই রওয়ানা দেন দিনহাটা-২ ব্লকের বামনহাটার দিকে। এদিন সেখানেই তাঁর রাত্রিবাস হবে দলের নেতা ও কর্মীদের সঙ্গে। আগামিকাল সেখান থেকেই তিনি শুরু করবেন তাঁর ২ মাস ব্যাপী ‘জনসংযোগ যাত্রা’(Jansanjog Yatra)।

আরও পড়ুন দেশে প্রথম, মমতার বাংলায় ধান কেনায় স্বচ্ছতা বজায়ে চালু Biometric

এদিন কোচবিহারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘উত্তরবঙ্গ(North Bengal) বাংলার অভিন্ন অঙ্গ। যারা থেকে থেকেই বাংলাকে ভাগ করার কথা বলেন তাঁদের বলে দিচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার সব গ্রাম পঞ্চায়েত, সব শহর বাংলার অভিন্ন অংশ। আমরা আগেই জানিয়েছিলাম কোচবিহার থেকেই আমরা এই কর্মসূচী শুরু করবো। আমি আজ কোচবিহার যাচ্ছি। আগামিকাল সকালে ভারত-বাংলাদেশের সীমান্ত ছোঁয়া গ্রাম বামনহাট থেকে আমরা সেটা শুরু করব। এর আগে এত বড় কর্মসূচী বাংলা তো দূর ভারতেও কোথাও কোনওদিন হয়নি। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসহীন এবং রক্তপাতহীন যে নির্বাচনের কথা বার বার বলি সেটা তখনই সম্ভব যখন কোনও ভালো মানুষকে আমরা প্রার্থী হিসাবে জেতাতে পারি। আর সেই ভালো মানুষ তখনই উঠে আসবে যখন মানুষ তাঁর নিজের প্রার্থীকে নিজে বেছে নেবেন। আগে ছিল নিজের ভোট নিজে দিন, এখন এল নিজের প্রার্থী নিজে দিন।’

আরও পড়ুন DEO-দের সর্বোচ্চ বেতন বেড়ে হল ২৫ হাজার টাকা

উল্লেখ্য অভিষেকের এই কর্মসূচীর জন্য এদিন সকালেই ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্যুইটে তিনি বলেন, ‘তৃণমূল নব জোয়ার হল একটি প্রথম অভিনব রাজনৈতিক প্রয়াস। এই প্রয়াসের জন্য আমি অভিষেক এবং দলের কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাতে চাই। এই যাত্রা রাজ্য জুড়ে হবে।’ মমতা অভিনন্দন জানানোয় পাল্টা ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিষেকও। তিনি তাঁর ট্যুইটে লিখেছেন, ‘ধন্যবাদ দিদি! আমরা আমাদের সংকল্পে দৃঢ়, আপনার কল্যাণমূলক উদ্যোগগুলি জাতি, গোষ্ঠী, ধর্ম বা রাজনৈতিক দল নির্বিশেষে সব পরিবারের কাছে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ অন্যদের অনুকরণ করার জন্য, আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে কাজ করে এবং সেই কাজ আগামী দিনেও চালিয়ে যাবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

মেদিনীপুরের মাটি থেকে ‘গদ্দার’দের তীব্র আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর