এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এক ছটাক জমিও বিজেপিকে ছাড়ব না, মহারণের বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ও লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বলে, হুঁশিয়ারি দিলেন ২১ জুলাই (21 JULY) মঞ্চ থেকে। এদিন তিনি বলেন, কেন্দ্রের আর্থিক আনুকূল্যের জন্য বাংলা তার মেরুদণ্ড নোয়াবে না। বাংলার উন্নয়নের অর্থ আসবে বাংলা থেকেই। হুঁশিয়ারি দিয়ে এও বলেন, বাংলার প্রকল্পের নাম হবে বাংলার নামেই।

বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়ে তিনি বলেন, ২১ জুলাইয়ের বৃষ্টি শুভ।‌ এই পরিস্থিতিতে সভাস্থলে যতজন এসেছেন, তার চেয়েও দশ গুণ বেশি মানুষ রাস্তায় আটকে আছেন সভায় আসবেন বলে। বলেন, এত বড় জনজোয়ার তিনি এর আগে কোনওদিনও দেখেননি।

মঞ্চ থেকে অভিষেক বলেন, বিজেপি স্বপ্ন দেখেছিল দু’শো আসনের। তা আটকাতে জান কবুল করে লড়েছে দলের কর্মী ও রাজ্যের মানুষ। তাঁদের জন্যই জয় হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  তারপরেই বলেন, আগামী লড়াই শুধু পঞ্চায়েত নির্বাচনের জন্য নয়। লড়াই হবে দিল্লির বুকে গঠনমূলক নতুন সরকার গঠনের জন্যও। 

বিজেপিকে নিশানা করে বলেন, তৃণমূল আসলে লোহা। তাকে যত পোড়াবে যত আঘাত করবে তত শক্তিশালী হবে এই দল। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, যারা ভেবেছিল কয়েকটা নকুলদানা ভেঙে বিরাট কিছু করবে তাঁরা সব ধরণের চেষ্টা করেও ব্যর্থ। অভিষেক দৃঢ় কন্ঠে বলেন, বাংলার বাইরে অন্যান্য রাজ্যতেও ফুটবে জোড়াফুল। সবুজে ছেয়ে যাবে ত্রিপুরা, গোয়া, মেঘালয়, অসম। বাংলা সহ অন্যান্য রাজ্যে আরও বলিষ্ঠ হবে তৃণমূল। 

এদিন তিনি বলেন, মোদি- শাহ অশ্বমেধ  ঘোড়া ছেড়েছিল। তাকে বেঁধে রেখেছে বাংলার মানুষ। তৃণমূলের চাপে মুখ থুবড়ে পড়ছে সেই ঘোড়া। বলা বাহুল্য, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই আক্রমণ করেছেন অভিষেক। 

অভিষেক আরও বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের হাজার হাজার কোটি টাকা রাজ্যের প্রাপ্য। অথচ বিজেপি শাসিত কেন্দ্র বাংলাকে বঞ্চনা করে আটকে রেখেছে ৩ টি প্রকল্পে প্রায় ২১ হাজার কোটি টাকা। এরকম বহু প্রকল্পে হাজার হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। অভিষেক এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দিনটাই তিনি দেখতে চেয়েছিলেন। প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে বিজেপির মুখোশ খুলে পড়েছে। প্রকাশ্যে এসেছে বাংলার সঙ্গে কেন্দ্রের লাঞ্ছনা- বঞ্চনা। 

আরও বলেন, টাকার জন্য জননেত্রী দিল্লির সামনে আত্মসমর্পণ করবেন না। বাংলা হাত পাততে রাজি নয়। যদি ১০০ দিনের কাজের টাকা, ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে পারে তবে বাংলার উন্নয়নের জন্য বাংলাই টাকা দিতে পারবে, কেন্দ্রের দয়ায় বাংলা বাঁচতে শেখেনি। বাংলা নিজের রাস্তা নিজে দেখতে জানে।

এদিন প্রকল্পের নামকরণ নিয়েও হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, বাংলায় প্রকল্পের নামকরণ বাংলার নামেই হবে। প্রধানমন্ত্রীর নামে নয়। বলেন, মুখ্যমন্ত্রী নিজের নামে প্রকল্পের নামকরণ করেননি। বাংলার নামে করেছেন। অথচ বিজেপি শাসিত কেন্দ্র বলছে, প্রধানমন্ত্রীর নামে নামকরণ না করলে টাকা দেওয়া হবে না। অভিষেকের বার্তা, টাকা দিতে হবে না। তবু বাংলার প্রকল্প হবে বাংলার নামেই। আর তা হবে বাংলার টাকা থেকেই। বলেন, বাংলায় ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের সরকার ১০ পয়সাও বাড়তি কর চাপায়নি জনগণের ওপর। এই জন্যই বাংলা আজ মডেল। অভিষেকের স্পষ্ট বার্তা, বাংলায় জিততে হবে বিজেপিকে। সেই সঙ্গে অন্যান্য রাজ্যেও ছিনিয়ে নিতে হবে জয়। আর সেজন্য বুক চিতিয়ে লড়াই করতে হবে। এই পথ দেখাবে বাংলাই আর সেই পথ অনুসরণ করবে দেশ। 

গ্যাস, রান্নার তেল, ডিজেল, কেরোসিন, পেট্রোলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। বলেন, বিজেপিকে পরাস্ত করে এর জবাব দিতে পারবে একমাত্র বাংলার মানুষ। অন্য কারও ক্ষমতা নেই। এই জন্যই রাজ্যের ১০ কোটি মানুষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দেশবাসী। নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়ে তৃণমূলের যুবরাজ বলেন, বিজেপিকে  একছটাক জমিও ছাড়া হবে না। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর