এই মুহূর্তে

সুপ্রিমমুখী আনিসের পরিবার! শীঘ্রই দায়ের হবে মামলা

নিজস্ব প্রতিনিধি: আনিস খান খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) রায়কেও মেনে নিতে পারছে না তাঁর পরিবার। আর সেই কারনেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে উচ্চতর আদালত বলতে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ নাকি সুপ্রিম কোর্টে(Supreme Court) আবেদন জানানো হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি তাঁরা। তবে সূত্রে জানা গিয়েছে, আনিসের বাবা চাইছেন বিষয়টি সরাসরি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সেখানে সিবিআই তদন্তের জন্য আর্জি জানাতে। সম্ভবত শুক্রবারই তাঁরা সেই সিদ্ধান্ত নেবেন। যদি সেই সিদ্ধান্ত সুপ্রিমমুখীই হয় তাহলে আগামী সোমবারই সেই মামলা দায়ের করা হতে পারে বলে জানা গিয়েছে।

এদিকে এদিন অর্থাৎ শুক্রবার থেকেই আমতা(Aamta) থানায় ওসি’র দায়িত্ব নিচ্ছেন কিঙ্কর মণ্ডল। কেননা বৃহস্পতিবার রাতেই হাওড়ার(Howrah) আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর জায়গায় যে কিঙ্কর মণ্ডল(Kinkor Mondol) আমতা থানার ওসি পদের দায়িত্ব নিচ্ছেন তিনি হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশনের ওসির দায়িত্ব সামলাচ্ছিলেন। যদিও আনিসের পরিবার দেবব্রত চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেমে নিতে পারছে না। তাদের দাবি ছিল, দেবব্রত চক্রবর্তীকে(Debabrata Chakrabarty) গ্রেফতার করতে হবে। ভবানীভবন(Bhawani Bhawan) থেকে বলা হয়েছে কর্তব্যে গাফিলতির জন্যই দেবব্রতবাবুকে অনির্দিষ্ট ছুটিতে পাঠানো হচ্ছে। তবে খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি। তাই তাঁকে গ্রেফতারও করা হচ্ছে না।

এদিকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে গতকাল রাতেই সিটের কাছ কার্যত বয়ান দিতে বাধ্য হয়েছেন আনিসের বাবা সালাম খান। একই সঙ্গে এদিন তিনি উলুবেড়িয়া(Uluberia) উপ সংশোধনাগারে যাবেন ধৃত কনস্টেবল কাশীনাথ বেরা(Kashinath Bera) ও সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে(Pritam Bhattacharya) শনাক্ত করতে। গতকালই হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, পুলিশ বা সিটের(SIT) তদন্তে সালাম খান(Salam Khan) ও তাঁর পরিবার ভরসা রাখুন বা না রাখুন তদন্তে সহযোগিতা করতেই হবে। আর সেই কারণেই সালাম খান যেমন সিটের কাছে বয়ান দিতে বাধ্য হয়েছেন তেমনি টি আই প্যারেডে যেতেও নিমরাজী হয়েছেন। এদিন দুপুরে ২.৩০ থেকে ৩টে্র মধ্যে উলুবেড়িয়া উপ সংশোধনাগারে ওই টি আই প্যারেড হবে। একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জেলে ওই আইনি প্রক্রিয়ার হওয়ার কথা। আজই ওই নথি আদালতের নির্দেশ নিয়ে তা সংগ্রহ করার কথা সিটের। 

একইসঙ্গে সালাম খান সিটের হাতে আনিসের মোবাইল ফোনও তুলে দিতে রাজী হয়েছেন। উল্লেখ্য গতকাল উলুবেড়িয়া মহকুমা আদালত কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্যকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। যার অর্থ সিট ভিন্ন অন্য কেউই এখন আর তাঁদের নাগাল চট করে পাবে না। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশে পরে পরেই বৃহস্পতিবার রাতে আনিসের কবরের আশেপাশে আলো এবং সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। আনিসের বাড়িতেও অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর