এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দার্জিলিংয়ের আসন তৃণমূলকেই ছাড়ছেন অনীত থাপা

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২৫ বছর আগে বাংলার বুকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই দল এখন রাজ্যের শাসক দল। তৃণমূলের জন্মের পর থেকে এখনও পর্যন্ত তাঁরা ৬টি লোকসভা নির্বাচনে লড়াই করেছে। কিন্তু বাংলায় এখনও এমন লোকসভা কেন্দ্রেও আছে যেখানে এখনও অবধি একবারের জন্যও তৃণমূলের ঘাসফুল ফোটেনি। তার মধ্যে অন্যতম হল দার্জিলিং কেন্দ্রটি(Darjeeling Lok Sabha Constituency)। কিন্তু এবার সেই আসনকেই পাখির চোখ করছে তৃণমূল। তাঁদের পালে পাহাড়ের হাওয়া আরও টেনে এনে দিচ্ছে বর্তমানের পাহাড়ের শাসক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা(Bharatiya Gorkha Prajatantrik Morcha)। এই দলের প্রধান অনীত থাপা(Anit Thapa) এখন নিজে যে শুধু জিটিএ চেয়ারম্যান তাই নন, তিনি রীতিমত মুখ্যমন্ত্রীর আস্থাভাজনও। সূত্রে জানা গিয়েছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ২৪’র ভোটে তাঁর দল পাহাড়ে কোনও প্রার্থী দেবে না। বরঞ্চ তাঁরা সমর্থন করবে তৃণমূলকেই। তবে সেখানে তৃণমূলকেও মানতে হবে একটি শর্ত। আর তা হল প্রার্থী করতে হবে অরাজনৈতিক কোনও ব্যক্তিত্বকে।

কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর ভাইপোর বিয়েই অনুষ্ঠানও ছিল। পাহাড়ের মেয়েকেই বিয়ে করেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো। কার্যত সেই হিসাবে পাহাড় এবার মুখ্যমন্ত্রীর আত্মীয় হয়ে উঠেছে। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জিটিএ চেয়ারম্যান অনীত থাপাও। সূত্রে জানা গিয়েছে এই সফরকালেই দার্জিলিংয়ের আসনে প্রার্থী দেওয়া নিয়ে অনীতের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেকের কথা হয়েছে। সেখানেই তৃণমূলকে সমর্থক করার কথা জানিয়েছেন অনীত। সূত্রের দাবি, অনীতের দাবি মেনে তৃণমূলও সেখানে সম্পূর্ণ অরাজনৈতিক প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায় যে পাহাড়ের মেয়েকে বিয়ে করেছেন সেই দীক্ষা ছেত্রীকেই(Diksha Chettri) মুখ্যমন্ত্রী দার্জিলিয়ের প্রার্থী হিসাবে তুলে ধরতে পারেন।

দার্জিলিং লোকসভা কেন্দ্রটি ২০০৯ সাল থেকেই বিজেপির দখলে আছে। এবার সেই আসন তৃণমূল ছিনিয়ে আনতে যেমন মরিয়া তেমনি অনীতও চান পাহাড়ে বিজেপিকে বিলুপ্ত করে দিতে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র চোপড়া বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে আছে। বাকি ৬টি আসনের মধ্যে ৫টি আসনই আছে বিজেপির দখলে। এই ৫টি বিধানসভা কেন্দ্র হল – দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। একমাত্র কালিম্পং কেন্দ্রটি রয়েছে তৃণমূল সমর্থিত নির্দলের দখলে। সেই হিসাবে পাহাড়ে বিজেপিরই এগিয়ে থাকার কথা।

যদিও সেই হিসাব এখন অনেকটাই বদলে গিয়েছে। কেননা পাহাড়ে বিজেপি ভোট পেলেও, সমতলে তাঁদের আর সেই প্রভাব প্রতিপত্তি নেই। শিলিগুড়ি পুরনিগম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এই দুই নির্বাচনেই গোহারা হেরেছে বিজেপি। দুটি ক্ষেত্রেই নিরঙ্কুশ জয়ের মুখ দেখেছে তৃণমূল। সেই হিসাবে ২৪’ত ভোটে তৃণমূল চোপড়া, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া থেকে বড় ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে পারে। এর সঙ্গে যুক্ত হবে অনীত থাপার দলের ভোটও। বিজেপির হাতে সেক্ষেত্রে মাত্র ২টি বা ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট আসতে পারে। তাই বলা যেতেই পারে, দার্জিলিংয়ে এবার ঘাসফুল ফুটলে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বীরভূমের পুনরাবৃত্তি হতে পারে ঝাড়গ্রামেও, সঙ্কটে বিজেপি প্রার্থী

সিরিয়াল পোস্ট অফিস চুরির গ্যাংকে পাকড়াও করল হাবড়া পুলিশ

নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য গাড়িতে করে হাসপাতালে পাঠালেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন

ধুপগুড়িতে খেলার মাঠ বন্ধ করে দেওয়ায় জাতীয় সড়ক অবরোধ খেলোয়াড়দের

বাংলাদেশী সন্দেহে ৩৪৭ দিন জেলবন্দী ২ আদিবাসী মহিলা সহ তাদের শিশুরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর