এই মুহূর্তে




সন্দেশখালি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বড় মাথা, বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি ,ব্যারাকপুর: সন্দেশখালির শাজাহানের মুল সাক্ষীকে খুনের চক্রান্ত শাজাহানের নয়।এটা IPS লেভেলের কোন বড়ো মাথার চক্রান্ত। সময় হলে সব বলবো, বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের(Arjun Singh)। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, সন্দেশখালির শেখ শাজাহানের(Sk.Sazahan) মুল স্বাক্ষী ভোলা নাথ ঘোষকে খুনের চক্রান্ত হয়েছিল।কিন্তু শাজাহানের কপাল খারাপ তিনি বেঁচে গেছেন।কারন তিনি সিট বেল্ট পড়েছিলেন। না হলে খুনের প্ল্যান সফল হত।তবে এই খুনের চক্রান্তের পিছনে কোন বড়ো মাথার হাত আছে।তিনি একজন IPS লেভেলের।

এর আগেও ওই IPS শাজাহানকে আত্মসমর্পণ করিয়ে ছিলেন।এটা তারই মাথার কাজ।শেখ শাজাহানের ৭ পুরুষের ক্ষমতা নেই এতো বড়ো প্ল্যানে খুন করার।পুলিশই মোবাইল টাওয়ার ট্রাক করে এইরকম নিখুঁত ভাবে খুনের চক্রান্ত করেছে।এই খুনের চক্রান্ত এর তদন্ত CBI বা ED কে দেওয়া উচিত। এমনটাই দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তিনি এও বলেন, সময় এলে তিনি সেই নাম প্রকাশ্যে জানাবেন।তিনি বলেন, এটা এক্ষুনি সিবিআই অথবা এন আই একে তদন্তভার দেওয়া উচিত। আদালতের মাধ্যমে হোক বা যেভাবেই হোক।এদিকে,ভোলা ঘোষ স্থানীয় রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল বলে তিনি আটজনের নামে অভিযোগ দায়ের করেছেন।সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের মামলায় অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। সিবিআইয়ের সন্দেহ এই ঘটনার পিছনে ইডি অফিসারদের হামলার ঘটনায় পলাতক অভিযুক্ত আব্দুল আলি মোল্লা এই ঘটনার সঙ্গে যুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে ট্রাকের মালিকের নাম নজরুল। পরিবারের পক্ষ থেকে উপযুক্ত তদন্তের দাবি করা হয়েছে। যে ট্রাকটি ভোলা ঘোষের গাড়িকে ধাক্কা মারে সেই গাড়িটির ফিট সার্টিফিকেট বারাসাত মোটর ভেহিকেলস থেকে নেওয়া ছিল এবং তার এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ