27ºc, Haze
Friday, 24th March, 2023 9:39 pm
নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Justice Abhijeet Gangopadhay) রায়ে চাকরি যায় ৮৪২জন Group-C শিক্ষাকর্মীর। সেই রায়েই বিচারপতি জানিয়ে দিয়েছিলেন পরবর্তী ১০ দিনের মধ্যে ওই সব শূণ্যপদে নিয়োগ করতে হবে Waiting List ও Merit List থেকে। সেই নির্দেশ মেনেই School Service Commission বা SSC বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আপাতত ৮৪২ জন Group-C শিক্ষাকর্মীর শূন্যপদে নতুন নিয়োগ করা হবে। প্রথম দফায় মাত্র ১০০ জনের Counciling করা হবে। SSC’র Chair Person সিদ্ধার্থ মজুমদার শুক্রবার যে বিজ্ঞপ্তি জারি করেছেন, তাতে বলা হয়েছে, প্রথম দফায় এই Counciling হবে ২৩ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে। ২০ মার্চ কমিশনের Website থেকে প্রার্থীরা Intimation Letter Download করতে পারবেন। এই ১০০ জনই কমিশনের পূর্বাঞ্চলের জেলাগুলি অর্থাৎ হুগলি, বর্ধমান ও বীরভূম জেলার প্রার্থী।
আরও পড়ুন একা নয় Adeno, বঙ্গে হামলার দোসর আরও ৮ Virus
গতকালের বিজ্ঞপ্তিতে অবশ্য আরও একটি বিষয় স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর তা হল ভবিষ্যতে যদি কোনও দিন জানা যায় যে এই ১০০জনের মধ্যে কেউ OMR Sheet বিকৃতি-সহ কোনও রকম অনিয়মে জড়িত তাহলে সঙ্গে সঙ্গে তাঁদের নিয়োগের সুপারিশও প্রত্যাহার করা হবে SSC’র তরফে। কলকাতা হাইকোর্টের ১০ মার্চের নির্দেশ মেনেই স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের এই Counciling করা হচ্ছে বলেও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আদালত বলেছিল, ২৫ মার্চের মধ্যে ৮৪২টি শূন্যপদেই কাউন্সেলিং শেষ করতে হবে। কমিশনের তরফে তার জেরে আদালতেই বলা হয়েছিল, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এই সময়সীমার মধ্যে কাউন্সেলিং শুরু করা হবে।
আরও পড়ুন বাংলার পরিযায়ী আদিবাসী শ্রমিকের কিডনি চুরি ভিন রাজ্যে
এখন দেখা যাচ্ছে, আদালতের সেই নির্দেশের ৬ দিনের মাথাতেই Counciling’র বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, পূর্বাঞ্চলে ১১২ জনের চাকরি গেলেও আপাতত ১০০টি শূন্যপদ পাওয়া গিয়েছে। কাউন্সেলিংয়ে ডাকা পাওয়া ১০০ জনের প্রত্যেকেই অবশ্য হাতে হাতে চাকরির সুপারিশ পাবেন। বাকিদের যেমন যেমন শূন্যপদ পাওয়া যাবে, তার ভিত্তিতে নিয়োগের কাউন্সেলিং হবে।