এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মন্দিরে বিয়ে হয়েছিল- প্রতিশোধ শেষ, আত্মহত্যা করতে চায় সুশান্ত

নিজস্ব প্রতিনিধি: বহরমপুরে (Baharampur) সুতপা হত্যাকাণ্ডে চাঞ্চল্য কর তথ্য উঠে এল জেরায়। খুনী সুশান্ত জানিয়েছে, বছর খানেক আগে মন্দিরে লুকিয়ে বিয়ে করেছিল তারা। ধৃত এও জানিয়েছে, খুনের আগে প্রেমিকার মেসের সামনে প্রায় ১ মাস ধরে রেইকি করেছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর ধরে মুখে একটুকরো খাবার নেয়নি সুশান্ত। প্রথমে নির্লিপ্ত থাকলেও মাঝে মধ্যেই ফুঁপিয়ে কেঁদেছে ধৃত। ঘন ঘন করছে মেজাজ বদল। বারবার বলছে, আত্মহত্যা করতে চায় সে।

জানা গিয়েছে, এর আগে সুশান্ত হুমকি দিচ্ছে- ব্ল্যাকমেল করছে বলে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছিলেন সুতপার বাবা। সেই সময় বসানো হয় সালিশি সভা। সেখানেই ল্যাপটপ থেকে সুতপা আর সুশান্তের সব ছবি ডিলিট করানো হয়। আরও জানা গিয়েছে, সুতপার বাড়ির সামনেই ধৃতের পিসি বাড়ি। সেই থেকে ঘনিষ্ঠতা, সুতপার বাড়িতে টিউশন পড়া বা এলাকা জুড়ে প্রেম। তারপর সম্পর্ক মেনে নেয়নি সুতপার পরিবার। আর তাতেই দূরে সরে যায় প্রেমিকা। জানা গিয়েছে, লুকিয়ে মন্দিরে বিয়ে করেছিল সুশান্ত ও সুতপা। আরও জানা গিয়েছে, খুনের (Murder) পর পালানোর জন্য ওই মেস এলাকার বাড়ির দেওয়ালের ওপর পেরেক আগে থেকেই বাঁকিয়ে রেখেছিল সুশান্ত। এদিকে ধরা পড়ার সময়, তাঁর পায়ে রক্ত দেখেই সহজে ধরে ফেলে পুলিশ। সুশান্ত তখন শুধু জানতে চেয়েছিল, সুতপার মৃত্যু হয়েছে কি না।

গত সোমবার সন্ধ্যে বেলায় প্রকাশ্যে ছাত্রীকে খুন করেছিল তাঁর প্রাক্তন প্রেমিক। পিস্তল দেখিয়ে হুমকি দিয়েছিল, ‘কেউ ওকে বাঁচাতে আসবে না’। কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সুতপা চৌধুরী (২১)। ওই রাতেই পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত। সেই থেকেই বহরমপুরের গোরাবাজার এলাকা ভুগছে নিরাপত্তাহীনতায়। দলে দলে মেস ছাড়ছেন ছাত্রীরা। এলাকা এখনও কাটিয়ে উঠতে পারছে না সোমবারের হত্যাকাণ্ডের ভয়।

সোমবারে ছাত্রী খুনের পর আর কোনও অভিভাবক- অভিভাবিকা তাঁদের মেয়েকে মেসে রাখার সাহস দেখাতে পারছেন না। তাই দলে দলে ভিড় জমেছিল মেসের সামনে। অভিভাবকরা ফিরে গিয়েছিলেন নিজেদের মেয়েকে নিয়ে। আবার ইতিমধ্যেই মেস ছেড়েছেন বহু ছাত্রী। কেউই ভুলতে পারছেন না ওইদিন সন্ধ্যার খুন। আর তা থেকেই নিরাপত্তাহীনতার ভয়। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মেসেই ছিলেন ছাত্রী সুতপা। তাঁকে ফোন করে যুবক। ফোনেই বলে বাইরে আসতে। আর ছাত্রী মেস থেকে বেরিয়ে আসতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত কোপাতে থাকে অভিযুক্ত যুবক সুশান্ত চৌধুরী। আর্তনাদ শুরু করে আহতা। তা দেখে জড়ো হয় এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, তখন বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে অভিযুক্ত যুবক বলেন, কেউ ওকে বাঁচাতে আসবে না। এরপরেই ছাত্রীকে খেলনা বন্দুক দিয়ে গুলি করে কুপিয়ে পালিয়ে যায় যুবক। তারপর ওই জখম ছাত্রীকে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তরুণীর মৃত্যু হয়েছে। মৃতা বহরমপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বাড়ি মালদার ইংরেজবাজার। পড়াশোনার জন্য থাকতেন শহিদ সূর্য সেন লেনের একটি মেসে। ঘটনার তদন্তে নামে বহরমপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চলে ধৃতের খোঁজে তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৃতার। তবে বাড়িতে সেই সম্পর্ক মেনে নেয়নি। বিয়ে ঠিক হয়েছিল অন্যত্র। তা নিয়েই ২ জনের মধ্যে মনোমালিন্য হয়েছিল।

খুনের দিন রাতেই বিশেষ অভিযান চালায় জেলা পুলিশের বিশেষ শাখা। যেখানে যেখানে ওই যুবক গিয়েছিল ট্র্যাপ করা হয় সেই সমস্ত জায়গা। যোগাযোগ করা হয় জঙ্গিপুর ও সামশেরগঞ্জ থানাতেও। তারপর সামশেরগঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় সুশান্তকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয় সুশান্তকে। বিচারক তার ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃতের দাবি, তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুতপার। পরে দূরত্ব তৈরি হয়েছিল। অভিযুক্তের দাবি, একাধিক সম্পর্কে জড়িয়েছিল সুতপা। তারপর প্রত্যাখান করে সুশান্তকে। তাই বদলা নিতেই এই খুন। সুশান্ত মালদা জেলার পাকুড়িয়া থানার বীরগঞ্জের বাসিন্দা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৭০০০ পাতার চার্জশিট জমা ইডির

হাতির হানায় মৃতদের স্বজনেরা চাকরি পেয়ে মুগ্ধ মমতায়

‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’, পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়না

‘মোদি জিতলে দেশে আর গণতন্ত্র থাকবে না’, আশঙ্কা প্রকাশ মমতার

দই বা ঘুগনি নয়, সিঙ্গুরে প্রচারে গিয়ে নতুন ধরনের জলখাবার খেলেন রচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর