এই মুহূর্তে




জগন্নাথের মন্তব্যে তোলপাড় বাংলা, বিজেপি সাংসদকে বরখাস্তের দাবি অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে তুলকালাম রাজ্য। ভারতীয় জনতা দল মোটামুটি নিশ্চিত যে  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরাই ক্ষমতায় আসবে। সেই নিশ্চিত মনোভাব থেকে যথেচ্ছ কথাবার্তা বলে চলেছেন বিজেপি সাংসদ-বিধায়ক-সদস্যয়া। সম্প্রতি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন ২০২৬ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ এক হয়ে যাবে। তারপরেই শুরু হয়েছে চাপান উতোর। পদ্মশিবিরের সাংসদের কথায় চটেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জগন্নাথ সরকারের বক্তব্যের প্রতিবাদ করেছেন। এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছেন তিনি। দাবি তুলেছেন এমন মন্তব্য করার জন্য জগন্নাথকে বিজেপি থেকে বহিষ্কার করা হোক। সোশ্যাল মিডিয়ায় জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিজেপি যদি সত্যিই দেশের ঐক্য ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, তা হলে এই সাংসদকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করুক।’

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ” বিজেপি নেতৃত্বের ভণ্ডামি আরও গভীরে নেমে এসেছে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না – উভয় দেশ আবার এক হয়ে যাবে! অন্যদিকে, একই বিজেপি সরকার সহ অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছেন যে তারা তাদের নিজস্ব সাংসদ যে সীমান্ত মুছে ফেলতে চান তাদের “রক্ষা” করার জন্য জমি দেয়নি! যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি অবিলম্বে এই সাংসদকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। যদি তা না হয় তাহলে নিশ্চিত হয়ে যাবে যে উনি শীর্ষ নেতাদের পূর্ণ সম্মতিতে ওই কথা বলেছেন। এটি জাতীয়তাবাদ নয়, এটি প্রতারণা। “SIR”-এর নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে।  ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার একটি বিপজ্জনক মিশ্রণ! ওদের নিজের কথাই শুনুন এবং বুঝুন কে বাংলাকে বোকা বানাচ্ছে।”

শুক্রবার SIR নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট চলবে। ৩ নভেম্বরের মধ্যে বিএলএ-টু নিয়োগ নিশ্চিত করতে হবে। দিদির দূত অ্যাপে ভোটারদের তথ্য আপডেট করতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ